Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Missing

২৩ দিনেও খোঁজ মিলল না ছাত্রের

সোনারপুর থানা এলাকার বিবেকানন্দ পল্লির বাসিন্দা ওই ছাত্রের আগামী মাসে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসার কথা।

সায়ন বিশ্বাস

সায়ন বিশ্বাস

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ অগস্ট ২০২০ ০৯:৩২
Share: Save:

২৩ দিনেও খোঁজ মিলল না এক ছাত্রের। গত ২০ জুলাই রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি সায়ন বিশ্বাস নামের ওই ছাত্র।

সোনারপুর থানা এলাকার বিবেকানন্দ পল্লির বাসিন্দা ওই ছাত্রের আগামী মাসে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসার কথা। সোনারপুর থানা ও ভবানী ভবনে নিখোঁজ ডায়েরি করেছে পরিবার। সোনারপুর থানার পুলিশ জানিয়েছে, কোনও সূত্র না মেলায় সমস্যা হচ্ছে। তদন্তে জানা গিয়েছে, সায়ন মোবাইল ব্যবহার করতেন না। প্রয়োজনে মায়ের মোবাইল নিতেন। ওই ছাত্রের কোনও বন্ধু নেই। বাড়ি থেকে খুব একটা বেরোতেনও না। তবে তাঁর এক সহপাঠীর সন্ধান মিলেছে। কিন্তু ওই ছাত্রের দাবি, মাস দুয়েক ধরে সায়নের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ ছিল না।

সায়নের মা ছন্দা বিশ্বাস বলেন, “আত্মীয়দের কাছেও খোঁজ নিয়েছি। মন দিয়ে জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি নিচ্ছিল ছেলে। কিন্তু কেন এমন করলে বুঝতে পারছি না। থানা ও ভবানী ভবনের গোয়েন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।”

ইতিমধ্যেই রাজ্যের সব থানাকে ওই ছাত্রের ছবি-সহ নিখোঁজ বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে। এর পিছনে পড়াশোনার চাপ, না কি অন্য কিছু, সে সবই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Missing Sonarpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE