Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মো়ড়ে মোড়ে অবরোধ, ভোগান্তি

পুলিশ সূত্রের খবর, কংগ্রেস কর্মীরা শনিবার দুপুরে শহরের একাধিক মোড়ে অবরোধ করেন। তার জেরে বেশ কিছুক্ষণের জন্য বিভিন্ন রাস্তায় যানজটের সৃষ্টি হয়। শনিবার অর্ধদিবস অফিসের পরে শহরের বিভিন্ন জায়গায় দফায় দফায় অবরোধের জেরে বাড়ি ফেরার সময়ে নাকাল হন অনেকেই।

পথ-নেই: রাস্তার মোড়ে ছোট জমায়েত। তাতেই থমকে গেল যানবাহন। আটকে রোগী-সহ অ্যাম্বুল্যান্সও। শনিবার দুপুরে, পার্ক সার্কাস এলাকায়। ছবি: বিশ্বনাথ বণিক

পথ-নেই: রাস্তার মোড়ে ছোট জমায়েত। তাতেই থমকে গেল যানবাহন। আটকে রোগী-সহ অ্যাম্বুল্যান্সও। শনিবার দুপুরে, পার্ক সার্কাস এলাকায়। ছবি: বিশ্বনাথ বণিক

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৭ ০১:১১
Share: Save:

শুক্রবার ভুগতে হয়েছিল। শনিবারও ফের যানজটের কবলে পড়ল মহানগরের বিস্তীর্ণ অংশ। শহরের বিভিন্ন জায়গায় দফায় দফায় রাস্তা অবরোধের জেরে নাকাল হতে হল শহরবাসীকে।

পুলিশ সূত্রের খবর, কংগ্রেস কর্মীরা শনিবার দুপুরে শহরের একাধিক মোড়ে অবরোধ করেন। তার জেরে বেশ কিছুক্ষণের জন্য বিভিন্ন রাস্তায় যানজটের সৃষ্টি হয়। শনিবার অর্ধদিবস অফিসের পরে শহরের বিভিন্ন জায়গায় দফায় দফায় অবরোধের জেরে বাড়ি ফেরার সময়ে নাকাল হন অনেকেই। লালবাজার ট্র্যাফিক সূত্রের খবর, শনিবার দুপুর ১টা থেকে ১-১৫ মিনিট পর্যন্ত ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে অবরোধ চলে। এস এন ব্যানার্জি রোড, লেনিন সরণি, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড, পার্ক স্ট্রিটে বেশ কিছুক্ষণ যানজট হয়। মৌলালি মোড়েও অবরোধ করা হয়। পুলিশি তৎপরতায় অবরোধ সরিয়ে দেওয়া হলেও মৌলালি মোড় সংলগ্ন এজেসি বসু রোড, সিআইটি রোড এবং বেলেঘাটা রোডে বেশ কিছুক্ষণ গাড়ি ধীর গতিতে চলে। কলকাতা ট্র্যাফিক পুলিশ সূত্রের খবর, এ দিন দুপুরে উত্তর কলকাতার বিধান সরণি ও বিবেকানন্দ রোড মোড়েও প্রায় পনেরো মিনিট অবরোধের জেরে বিধান সরণি, বিবেকানন্দ রোড, কলেজ স্ট্রিটে বেশ কিছুক্ষণ যানজট হয়। অবরোধের কবলে পড়ে চেতলা হাট রোড, রাখাল দাস আড্ডি রোড, গোপাল নগর রোড, পার্ক সার্কাস মোড়ও। অবরোধের জেরে গাড়ি অন্য পথ দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।

এ দিন বিজেপি-র এক সমাবেশের জন্য রানি রাসমণি অ্যাভিনিউয়ের একাংশ দুপুর থেকে বন্ধ করে দেওয়া হয়। রাসমণি অ্যাভিনিউয়ের এক দিকে গাড়ির চাপ বেশি থাকায় গাড়ি চলাচলের গতিও ছিল শ্লথ। যদিও লালবাজারের দাবি, শহরের বিভিন্ন মোড়ে অবরোধ করার চেষ্টা হলেও পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে। তার জেরে যানজট থেকে রেহাই মিলেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE