Advertisement
২০ এপ্রিল ২০২৪

আদালতে যাচ্ছে শিক্ষক সংগঠন

সল্টলেকের করুণাময়ী থেকে এসএসসি অফিসে মিছিল করে গিয়ে স্মারকলিপি দিতে চেয়েছিলেন।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৯ ০০:৪৭
Share: Save:

সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে অনুমতি দেয়নি বিধাননগরের পুলিশ। তার জেরে হাইকোর্টে বিধাননগর কমিশনারেটের বিরুদ্ধে মামলা করতে চলেছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। ওই সংগঠনের সাধারণ সম্পাদক মইদুল ইসলামের অভিযোগ, ‘‘সম্প্রতি এসএসসি-র তরফে উচ্চ প্রাথমিকের যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে তাতে স্বচ্ছতার অভাব রয়েছে।’’ তিনি জানান, এর প্রতিবাদে আগামী ১৮ অক্টোবর রাজ্যের বিভিন্ন জেলা থেকে চাকরিপ্রার্থীরা

সল্টলেকের করুণাময়ী থেকে এসএসসি অফিসে মিছিল করে গিয়ে স্মারকলিপি দিতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ লিখিত ভাবে জানিয়ে দিয়েছে যে মিছিল করে স্মারকলিপি দেওয়ার অনুমতি দেবে না। মইদুলবাবু বলেন, ‘‘গণতান্ত্রিক ব্যবস্থায় কেন আমাদের স্মারকলিপি দিতে দেওয়া হবে না এই অভিযোগে আমরা হাইকোর্টে

মামলা করছি।’’

যদিও পুলিশ জানায়, অনুমতি দেওয়ার আগে কয়েকটি বিষয় দেখা হয়। যেমন, ১৪৪ ধারা জারি রয়েছে এমন এলাকায়

অনুমতি দেওয়া হয় না। পুলিশের দাবি, ওই সংগঠনটি এর আগে বিধাননগরে যে কর্মসূচি পালন করেছিল, তার জেরে আইনশৃঙ্খলা বিঘ্নিত হয়। ঘটনাকে কেন্দ্র করে মামলা রুজু হওয়ার কথাও জানিয়েছে পুলিশ। কর্তৃপক্ষ জানান, সল্টলেকে অফিস এলাকা এবং আবাসিক এলাকা রয়েছে। ফলে অনুমতির ক্ষেত্রে শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়কেও প্রাধান্য দিতে হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Teachers Police Calcutta High Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE