Advertisement
২০ এপ্রিল ২০২৪
Kolkata News

বিক্রমের গাড়িতে যান্ত্রিক ত্রুটি ছিল না, বলছে ফরেন্সিক রিপোর্ট

মডেল সোনিকা চৌহান মৃত্যুকাণ্ডে নয়া মোড়। সোমবার ফরেন্সিক পরীক্ষার প্রাথমিক রিপোর্ট পুলিশের হাতে এসেছে। তাতে জানা যাচ্ছে, গত ২৯ এপ্রিল ভোররাতে বিক্রমের দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ মে ২০১৭ ১৯:৪০
Share: Save:

মডেল সোনিকা চৌহান মৃত্যুকাণ্ডে নয়া মোড়। সোমবার ফরেন্সিক পরীক্ষার প্রাথমিক রিপোর্ট পুলিশের হাতে এসেছে। তাতে জানা যাচ্ছে, গত ২৯ এপ্রিল ভোররাতে বিক্রমের দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না। অত বড় ধাক্কার পরও কেন এয়ার ব্যাগ খোলেনি সে প্রশ্ন উঠেছিল দুর্ঘটনার দিনেই। এয়ার ব্যাগ খুললে হয়ত বেঁচেই যেতেন সোনিকা। বিক্রমের পরিবারের পক্ষ থেকেও আঙুল তোলা হয়েছিল ওই গাড়ির প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে।

উল্টো দিকে প্রশ্ন ওঠে, বিক্রম আর সোনিকার সিট বেল্ট বাঁধা ছিল তো? কারণ সিট বেল্ট বাঁধা না থাকলে এয়ার ব্যাগ খোলার কথা নয়। বিক্রম হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সাংবাদিক সম্মেলনে দাবি করেন, চালকের আসনে বসে তিনি নিজে সিট বেল্ট বেঁধেছিলেন, কিন্তু সোনিকার সিট বেল্ট বাঁধা ছিল না। কিন্তু প্রাথমিক ফরেন্সিক রিপোর্ট পুলিশের হাতে আসার পর বিক্রমের সেই দাবির সত্যতাও এখন প্রশ্নের মুখে। কারণ গাড়িতে কোনও যান্ত্রিক ত্রুটি না থাকলে, এবং বিক্রম নিজে সিট বেল্ট বেঁধে থাকলে, পাঁচটি এয়ার ব্যাগের একটিও খুলল না কেন?

আরও পড়ুন, বিক্রমকে মদ্যপান করতে দেখেছিলেন অনেকেই?

বিক্রম সে দিন মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন কি না সে প্রশ্নও ক্রমশ আরও জোরালো হচ্ছে। হাসপাতালে বিক্রমের রক্তের যে নমুনা সংগ্রহ করা হয়েছিল আজ, সোমবার, তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফরেন্সিক দফতর সূত্রে খবর, আগামী বুধবার ওই রিপোর্ট পাওয়া যাবে। তবে সোনিকা এবং বিক্রমের পরিচিত কেউ কেউ ইতিমধ্যেই সোশ্যাল নেটওয়ার্কে দাবি করেছেন, সে দিন তাঁরা অনেকেই বিক্রমকে মদ্যপান করতে দেখেছেন। ‘জাস্টিস ফর সোনিকা’ নামের ফেসবুক পেজে আপলোড হওয়া এবং বিক্রমকে প্রশ্নের মুখে ফেলা বিভিন্ন পোস্ট সোনিকার ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা সাহেব ভট্টাচার্যও শেয়ার করছেন নিজের ফেসবুক ওয়ালে।

দুর্ঘটনাগ্রস্ত সেই গাড়ি।— ফাইল চিত্র।

সোনিকার মা-বাবা’ও তাঁদের মেয়ের মৃত্যুর জন্য অভিযোগের আঙুল তুলছেন বিক্রম চট্টোপাধ্যায়ের দিকেই। বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন না মেনে চলার জেরেই প্রাণ গেল সোনিকার, এমনই মনে করছে সোনিকার পরিবার। পুলিশে অভিযোগও দায়ের করেছেন তাঁরা।

আরও পড়ুন, খুব কষ্ট! সাংবাদিক বৈঠকে চোখে জল বিক্রমের

এ দিকে আজ বিকেলে টালিগঞ্জ থানার সামনে মোমবাতি ও প্ল্যাকার্ড নিয়ে হাজির হন বেশ কয়েকজন তরুণ-তরুণী। তাঁরা সোনিকার বন্ধু বলে নিজেদের পরিচয় দেন। উপস্থিত দু’তিন জন নিজেদের বিক্রমের বন্ধু বলেও দাবি করেন। তাঁদের হাতে লেখা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমরা সোনিকার জন্য সুবিচার চাই। আমরা চাই সত্যিটা বেরিয়ে আসুক।’ আবার কারও হাতে ধরা প্ল্যাকার্ডের প্রশ্ন ছিল, ‘কেন পুলিশ তদন্তের জন্য এত সময় নিচ্ছে?’ তাঁদের এই কর্মসূচিতে যোগ দেন অভিনেত্রী এবং বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ও।

টালিগঞ্জ থানার সামনে রূপা গঙ্গোপাধ্যায়।

এ দিন টালিগঞ্জ থানায় বিক্রমের হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু সন্ধে পর্যন্ত তিনি আসেননি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনিকা-বিক্রমের সঙ্গে গত ২৮ এপ্রিলের পার্টিতে তাঁদের যে বন্ধুরা উপস্থিত ছিলেন, তাঁদের সবাইকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী পুলিশ কর্তারা। বিক্রমের বয়ান রেকর্ড করার পর, তাঁদের বয়ানও রেকর্ড করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE