Advertisement
১৯ এপ্রিল ২০২৪

করোনায় আক্রান্ত দমকলের কর্তা-সহ তিন জন

দমকলের এক পদস্থ কর্তা এবং দুই কর্মী করোনায় আক্রান্ত হলেন। দমকল সূত্রের খবর, তাঁরা সকলেই সম্প্রতি দমকলমন্ত্রী সুজিত বসুর সংস্পর্শে এসেছিলেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জুন ২০২০ ০৫:৫৯
Share: Save:

দমকলের এক পদস্থ কর্তা এবং দুই কর্মী করোনায় আক্রান্ত হলেন। দমকল সূত্রের খবর, তাঁরা সকলেই সম্প্রতি দমকলমন্ত্রী সুজিত বসুর সংস্পর্শে এসেছিলেন। মন্ত্রী আগেই করোনায় আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাতে পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। বাড়ি ফেরার সময়ে স্থানীয়েরা শাঁখ বাজিয়ে, ফুল ছুড়ে মন্ত্রীকে স্বাগত জানান। সুজিতবাবু জানান, তিনি এখনও সম্পূর্ণ সুস্থ নন। চিকিৎসকেরা তাঁকে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছেন।

সপ্তাহ তিনেক আগে মন্ত্রীর বাড়ির এক পরিচারিকা করোনায় আক্রান্ত হন। তার পরেই মন্ত্রীর পরিবারের সদস্য এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা সকলের করোনা পরীক্ষা হয়। কিন্তু রিপোর্ট আসার আগেই, ২৭ মে তারিখে মৃত এক দমকলকর্মীর পরিবারকে সমবেদনা জানাতে বালি দমকল কেন্দ্রে গিয়েছিলেন মন্ত্রী। সেখানে ছিলেন দমকলের চার পদস্থ কর্তাও। পরের দিনই মন্ত্রী ও তাঁর স্ত্রীর পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে।

এর পরেই দমকলের ওই চার কর্তা বাড়িতে কোয়রান্টিনে চলে যান। তাঁদের মধ্যে ডেপুটি ডিরেক্টর পদে থাকা এক কর্তার করোনার রিপোর্ট পজ়িটিভ আসে দিন দুয়েক আগে। ওই দিনই জানা যায়,

হুগলির বাসিন্দা, বালি দমকল কেন্দ্রের দুই কর্মীও আক্রান্ত হয়েছেন। এক জন বাড়িতে কোয়রান্টিনে এবং অন্য জন হাসপাতালে চিকিৎসাধীন। এ দিন ফোনে ওই ডেপুটি ডিরেক্টর বলেন, ‘‘বাইপাসের এক হাসপাতালের চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাচ্ছি। করোনার কোনও উপসর্গ নেই। চিকিৎসক বাড়িতে থাকতে বলেছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus fire brigade Sujit Basu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE