Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আগুনের সঙ্গে উদ্‌যাপনের ভিড়, শহরে যানজট

পার্ক স্ট্রিটের আগুন, কালীপুজো-দীপাবলির বাজার এবং ধনতেরাস। এই ত্রিফলায় সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন পর্যুদস্ত হল শহরের যান চলাচল। যার জেরে উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব-মধ্য কলকাতার সব রাস্তাতেই তীব্র যানজটের মুখে পড়লেন শহরবাসী।

জট-যন্ত্রণা: চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে সার দিয়ে থমকে আছে গাড়ি। সোমবার। ছবি: সুদীপ্ত ভৌমিক

জট-যন্ত্রণা: চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে সার দিয়ে থমকে আছে গাড়ি। সোমবার। ছবি: সুদীপ্ত ভৌমিক

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৮ ০০:৪২
Share: Save:

পার্ক স্ট্রিটের আগুন, কালীপুজো-দীপাবলির বাজার এবং ধনতেরাস। এই ত্রিফলায় সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন পর্যুদস্ত হল শহরের যান চলাচল। যার জেরে উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব-মধ্য কলকাতার সব রাস্তাতেই তীব্র যানজটের মুখে পড়লেন শহরবাসী।

পুলিশ সূত্রের খবর, কালীপুজোর আগের দিন ধনতেরাস এবং পুজোর বাজারের জন্য প্রতি বছরই যান চলাচল কিছুটা বাধাপ্রাপ্ত হয়। এ বার তার সঙ্গে যুক্ত হয়েছে পার্ক স্ট্রিটের এপিজে হাউসের আগুন। যার জেরে এ দিন পার্ক স্ট্রিট সংলগ্ন বিভিন্ন রাস্তায় বেলা ১১টা থেকে গাড়ি চলেছে খুবই ধীর গতিতে। অগ্নিকাণ্ডের জের কাটতে না কাটতেই পুজোর বাজার এবং ধনতেরাসের ভিড়ের চাপে স্তব্ধ হয়ে যায় শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা। সেই যানজট চলে রাত পর্যন্ত।

লালবাজার সূত্রে খবর, এপিজে হাউসে আগুন লাগায় দমকলের একাধিক গাড়ি হাজির হয় পার্ক স্ট্রিটের ওই বহুতল অফিসের সামনে। সঙ্গে পুলিশের গাড়িও। দমকলকে যাতায়াতের সুবিধা করে দিতে কিছু ক্ষণের জন্য মল্লিকবাজার থেকে বন্ধ করে দেওয়া হয় পার্ক স্ট্রিটমুখী গাড়ি চলাচল। পার্ক স্ট্রিটের সমস্ত গাড়িকে ঘুরিয়ে দেওয়া হয় এ জে সি বসু রোড দিয়ে। ফলে যানজট হয় পার্ক সার্কাস এলাকায়। পরে পার্ক স্ট্রিট দিয়ে গাড়ি চললেও যানজটের রেশ গিয়ে পড়ে দক্ষিণের হাজরা পর্যন্ত। বাধাপ্রাপ্ত হয় আশুতোষ মুখার্জি রোড এবং হরিশ মুখার্জি রোড দিয়ে এক্সাইড মোড়মুখী গাড়ির গতিও।

পুলিশ জানিয়েছে, দক্ষিণ কলকাতার মতোই গাড়ির গতি বাধা পেয়েছে উত্তর এবং মধ্য কলকাতার বিভিন্ন জায়গায়। তবে তা অধিকাংশ ক্ষেত্রেই ধনতেরাসের ভিড়ের জন্য। দুপুরের পর থেকেই পোস্তা, বড়বাজার, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, ব্রেবোর্ন রোডে তৈরি হয়েছে যানজট। অমিত খাসনবিশ নামে এক যুবক জানান, সোমবার দুপুরে হাওড়া স্টেশন থেকে বি বা দী বাগে পৌঁছতে তাঁর সময় লেগেছে প্রায় পৌনে এক ঘণ্টা।

ট্র্যাফিক পুলিশের এক আধিকারিক জানান, এস এন ব্যানার্জি রোডের একটি কালীপুজোর জন্য যানজট হয় ওই রাস্তায়। বিকেলের পরে মৌলালি দিয়ে আসা সমস্ত গাড়ি নির্মল চ্যাটার্জি স্ট্রিট-গণেশ অ্যাভিনিউ দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। লালবাজারের এক কর্তা জানান, কেনাকাটার জন্য ভিড় এবং রাস্তা পার হওয়ার লম্বা লাইনের কারণেও এ দিন যানজট হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Traffic Fire Park Street Crowd
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE