Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ক্যাব-চালককে ‘মার’ বিমানবন্দরে

কলকাতা বিমানবন্দরে নেমে এক অ্যাপ-ক্যাবের চালককে মারধর করার অভিযোগে গ্রেফতার করা হল দুই ব্যবসায়ীকে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ০০:৩০
Share: Save:

কলকাতা বিমানবন্দরে নেমে এক অ্যাপ-ক্যাবের চালককে মারধর করার অভিযোগে গ্রেফতার করা হল দুই ব্যবসায়ীকে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত দশটা নাগাদ। পুলিশ জানিয়েছে, টালিগঞ্জের বাসিন্দা ওই দুই ব্যবসায়ী সম্পর্কে বাবা-ছেলে। তাঁদের নাম রাকেশ মোদী এবং কৌশিক মোদী। এই ঘটনায় বিমানবন্দরে গোলমাল পাকানোর চেষ্টা করার অভিযোগে হরিদেবপুরের বাসিন্দা তারক অধিকারী নামে এক ক্যাব-চালককেও গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হয়। তিন জনই এ দিন জামিন পেয়ে যান।

বিমানবন্দর সূত্রের খবর, শনিবার রাতে গোলমালের পরে ওই ক্যাব সংস্থা তাদের পরিষেবা বন্ধ করে দেয়। ক্যাব সংস্থার তরফে জানানো হয়েছে, পরিষেবা কিছুক্ষণ বন্ধ থাকলেও রবিবার সন্ধ্যা থেকেই আবার তা চালু হয়েছে। ওই দুই অভিযুক্ত যাত্রীকে অ্যাপ-ক্যাব সংস্থা থেকে ব্লক করে দেওয়া হয়েছে। তাঁরা আর কোনও দিন ওই সংস্থার পরিষেবা পাবেন না।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে দিল্লি থেকে রাকেশ সপরিবার কলকাতায় ফেরেন। সঙ্গে অনেক মালপত্র ছিল। পাঁচ সদস্যের পরিবারটি একটি ক্যাব বুক করেছিল। ক্যাব এলে দেখা যায়, তার ডিকিতে সব মালপত্র ধরছে না। রাকেশরা দাবি করেন, তাঁরা পাঁচ জন ওই ক্যাবেই যাবেন। মালপত্র নিজেদের কোলে নিয়ে বসবেন। এই কথায় আপত্তি জানান ক্যাব-চালক মনদীপ সিংহ। অভিযোগ, এই সময়ে রাকেশ ধাক্কা মেরে মনদীপকে ফেলে দেন। মাথা ফেটে যায় তাঁর। পুলিশে অভিযোগ জানান তিনি। মনদীপকে নিয়ে দমদমের হাসপাতালে তাঁর ডাক্তারি পরীক্ষা করা হয়। এর পরেই গ্রেফতার করা হয় রাকেশ ও কৌশিককে। অভিযোগ, এর কিছু পরে বেশ কয়েক জন ছেলেকে নিয়ে তারক টার্মিনালের সামনে গিয়ে গোলমাল শুরু করেন। কেন তাঁর সহচালককে মারা হল, এই অভিযোগে তিনি ওই ক্যাব সংস্থার পরিষেবা বন্ধ করার জন্য চাপ দিতে থাকেন। সেই সময়ে অন্য রাজ্য থেকে বিমানবন্দরে আসা যে যাত্রীরা ওই সংস্থার ক্যাব বুক করছিলেন, তারক তাঁদেরও নিরস্ত করার চেষ্টা করেন বলে অভিযোগ। গোলমাল চলে রাত দু’টো পর্যন্ত। এর পরেই পুলিশ তারককে ধরে।

বিমানবন্দর সূত্রের খবর, শনিবার রাত থেকেই বন্ধ হয়ে যায় ওই ক্যাব সংস্থার পরিষেবা। রবিবার বিকেলের পরে পরিষেবা আবার শুরু হয়। পুজোর মধ্যে ক’টা দিনও কলকাতা বিমানবন্দরে নেমে ট্যাক্সি ও অ্যাপ-ক্যাব পেতে অসুবিধার কথা জানিয়েছেন বেশ কিছু যাত্রী। ট্যাক্সি পেয়ে বিমানবন্দর থেকে বাগুইআটিতে পৌঁছতে মুক্তা ঘোষের লেগেছে কয়েক ঘণ্টা। যদিও পুলিশের দাবি, পর্যাপ্ত ট্যাক্সি, বাস ছিল। পুজোর সময়ে অতিরিক্ত ভিড়ে সমস্যা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arrest Businessmen Cab driver Beating
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE