Advertisement
২৩ এপ্রিল ২০২৪

সীতার ত্বক প্রতিস্থাপনের তোড়জোড়

দমদম নাগেরবাজারের বিস্ফোরণে গুরুতর অগ্নিদগ্ধ সীতা ঘোষ রবিবার অল্প হাঁটাচলা করেছেন। তাঁর ত্বক প্রতিস্থাপন করা হতে পারে বলে এসএসকেএম হাসপাতালের খবর।

সীতা ঘোষ

সীতা ঘোষ

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৮ ০৩:২৫
Share: Save:

দমদম নাগেরবাজারের বিস্ফোরণে গুরুতর অগ্নিদগ্ধ সীতা ঘোষ রবিবার অল্প হাঁটাচলা করেছেন। তাঁর ত্বক প্রতিস্থাপন করা হতে পারে বলে এসএসকেএম হাসপাতালের খবর। সীতাদেবীর পরিবারকে সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাতে চলেছেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার।

মঙ্গলবার সকালে নাগেরবাজারের কাজিপাড়ায় বিস্ফোরণে মৃত্যু হয় সীতাদেবীর আট বছরের ছেলে বিভাস ওরফে বিল্টুর। সীতাদেবী গুরুতর আহত হন। সংসার টানতে কাজিপাড়ার একটি মিষ্টির দোকানে কাজ করেন বিভাসের বাবা জন্মেজয় ঘোষ। সীতাদেবী পরিচারিকার কাজ করতেন। কিন্তু ওই বিস্ফোরণে বদলে গিয়েছে তাঁদের পারিবারিক পরিস্থিতি। তাই সাহায্যের আবেদন জানাতে যোগরঞ্জনবাবুর সঙ্গে এ দিন দেখা করেন বিভাসের কাকা দীপেঞ্জয়বাবু। যোগরঞ্জনবাবু বলেন, ‘‘দিদি (মুখ্যমন্ত্রী) বিষয়টি জানেন। ওদের পরিবারকে যদি একটা চাকরি দেওয়া যায়, সেই আবেদন জানাব। আবেদনপত্র নিয়ে মঙ্গলবার দিদির কাছে যাবে বিভাসের পরিবার।’’ আর দীপেঞ্জয়বাবু বলেন, ‘‘যোগরঞ্জনবাবু জানান, শুক্রবার দলের বৈঠকে মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে কথা বলেছেন। দিদির সঙ্গে দেখা করার চেষ্টা করবেন উনি।’’ এসএসকেএমের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে সীতাদেবীর। এ দিন সেই ওয়ার্ডেই অল্প হাঁটাচলা করেছেন তিনি। আহত ফল বিক্রেতা অজিত হালদার আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত। আহত শরৎ শেঠির বাঁ পা জখম হয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতিও অপরিবর্তিত। একটু উন্নতি হলেও এসএসকেএমে চিকিৎসাধীন শুভম দে-র শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE