Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Mallikghat flower market

আজ বসবে ফুলবাজার

শুক্রবার বিষয়টি সংশ্লিষ্ট থানাগুলি এবং পুলিশ আধিকারিকদের জানিয়ে দিয়েছেন রাজ্যের এডিজি-ট্র্যাফিক।

মল্লিকঘাট ফুলবাজার। —ফাইল চিত্র।

মল্লিকঘাট ফুলবাজার। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২০ ০৪:৪৮
Share: Save:

বিশেষ পুজো উপলক্ষে আজ, শনিবার থেকে কয়েক দিন খোলা থাকবে কলকাতার মল্লিকঘাট ফুলবাজার। পাঁশকুড়া, কোলাঘাট থেকে ফুল নিয়ে নির্দিষ্ট নম্বরের তিনটি গাড়ি বাগনান-উলুবেড়িয়া হয়ে হাওড়া সিটি পুলিশ এলাকা দিয়ে কলকাতার উত্তর বন্দর থানা এলাকায় ঢুকবে।

শুক্রবার বিষয়টি সংশ্লিষ্ট থানাগুলি এবং পুলিশ আধিকারিকদের জানিয়ে দিয়েছেন রাজ্যের এডিজি-ট্র্যাফিক। পূর্ব মেদিনীপুর থেকে কলকাতায় ফুল আনার অনুমতি চেয়ে মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারের কাছে আবেদন করেছিলেন সারা বাংলা ফুল চাষি ও ব্যবসায়ী সমিতি। সমিতির সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক জানান, তিনটি গাড়িতে ১২ জন ব্যবসায়ী মল্লিকবাজারে এসে ফুল বিক্রি করে ওই গাড়িতে একই পথে ফিরে যাবেন। সকাল ১০-১১টা থেকে শুরু হবে ওই বাজারে কেনাবেচা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mallikghat Flower Market Howrah Lockdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE