Advertisement
২০ এপ্রিল ২০২৪

মহিলাকে হিঁচড়ে নিয়ে গিয়ে ছিনতাই

শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকায়। ওই দিনই আর একটি ছিনতাই হয়েছে সার্ভে পার্ক থানা এলাকার সন্তোষপুর অ্যাভিনিউ থার্ড রোডে।

এই এলাকাতেই শুক্রবার সকালে রূপাদেবীর হার ছিনিয়ে পালায় দুষ্কৃতীরা। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

এই এলাকাতেই শুক্রবার সকালে রূপাদেবীর হার ছিনিয়ে পালায় দুষ্কৃতীরা। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৮ ০২:৫৯
Share: Save:

প্রাতর্ভ্রমণ সেরে ফেরার পথে বাড়ির সামনেই ছিনতাইবাজদের কবলে পড়লেন এক মহিলা। গাড়ি চেপে আসা ওই দুষ্কৃতীরা জানলা দিয়ে হাত বাড়িয়ে তাঁকে ধরে এবং টানাহ্যাঁচড়া করে বেশ কিছু দূর নিয়ে যায় বলে অভিযোগ। তার পরে মহিলার গলার হার ছিনিয়ে চম্পট দেয় তারা।

শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকায়। ওই দিনই আর একটি ছিনতাই হয়েছে সার্ভে পার্ক থানা এলাকার সন্তোষপুর অ্যাভিনিউ থার্ড রোডে।

পুলিশ সূত্রের খবর, রিজেন্ট পার্কের বাসিন্দা রূপা দাস জানিয়েছেন, তাঁর বা়ড়ি টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিয়োর কাছে কে এন নস্কর রোডে। ওই মহিলা জানান, প্রাতর্ভ্রমণ সেরে ফেরার পরে তিনি বাড়ি ঢুকছিলেন। তখন একটি গাড়ি তাঁর দিকে এগিয়ে আসে এবং চালকের পাশে বসে থাকা এক যুবক জানলা দিয়ে হাত বাড়িয়ে রূপাদেবীর হাত টেনে ধরে। ওই অবস্থায় গাড়ি চলতে শুরু করলে তিনি রাস্তায় হিঁচড়ে প্রায় ৫০ ফুট এগিয়ে যান। এর পরে তাঁর গলার সোনার হারটি ছিঁড়ে নিয়ে তাঁকে রাস্তায় ফেলেই পালিয়ে যায় দুষ্কৃতীরা।

শনিবারও আতঙ্ক কাটেনি ওই মহিলার। এ দিন রূপাদেবী বলেন, ‘‘ধাক্কা দিয়ে ফেলার পরে মনে হয়েছিল আমার উপর দিয়েই গাড়ি চালিয়ে দেবে!’’ রাস্তায় লোকজন না থাকায় তিনি চিৎকার করেও কারও সাহায্য পাননি বলে অভিযোগ। এর পরে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন রূপাদেবী।

রূপাদেবী

পুলিশ জানিয়েছে, অন্য একটি ঘটনায় শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শ্রাবণী সেন নামে এক মহিলা সন্তোষপুর অ্যাভিনিউ থার্ড রোডে বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন। সেই সময়ে এক যুবক পিছন থেকে এসে তাঁর গলার সোনার হার টেনে নিয়ে পালায়।

এই ঘটনায় অবশ্য সিঁদুরে মেঘ দেখছেন পুলিশকর্মীদের একাংশ। তাঁরা বলছেন, বছর কয়েক আগে দক্ষিণ শহরতলিতে একের পর এক ছিনতাই হয়েছিল। সে সময়ে ধরপাকড় হওয়ায় ছিনতাইয়ের ঘটনায় লাগাম পরেছিল। কিন্তু এ বার তা কি ফের শুরু হয়েছে? রিজেন্ট পার্কের ঘটনায় পুলিশের সন্দেহ, ওই যুবকেরা সচ্ছল পরিবারের হতে পারে। আগেও দেখা গিয়েছে, ধনী পরিবারের সন্তানেরা মাদকের নেশায় এই ধরনের অপরাধে জড়াচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Snatching Chain Woman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE