Advertisement
১৬ এপ্রিল ২০২৪

মিলল গর্ভপাতের অনুমতি

যোধপুর পার্ক সংলগ্ন রহিম ওস্তাগর রোডের বাসিন্দা, ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা মহিলাকে গর্ভপাতের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ০১:০৮
Share: Save:

যোধপুর পার্ক সংলগ্ন রহিম ওস্তাগর রোডের বাসিন্দা, ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা মহিলাকে গর্ভপাতের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ওই অনুমতি দেওয়ার পাশাপাশি মহিলাকে নির্দেশ দিয়েছেন, আজ, মঙ্গলবার এসএসকেএম হাসপাতালের স্ত্রী-রোগ বিভাগের প্রধান চিকিৎসক পার্থসারথি চক্রবর্তীর কাছে হাজির হতে। ওই চিকিৎসকই তাঁর গর্ভপাতের ব্যবস্থা করবেন।

গর্ভপাতের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা। তিনি জানান, পরীক্ষা করে চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর গর্ভের ভ্রূণ স্বাভাবিক নয়। ভ্রূণের মস্তিষ্কে জল জমেছে। জন্মের পরে তাঁর সন্তানের মৃত্যুও হতে পারে। নয়ত তার প্রতিবন্ধকতা থাকবে। ১১ জানুয়ারি বিচারপতি চক্রবর্তী মহিলাকে নির্দেশ দেন, এসএসকেএম হাসপাতালের ডিরেক্টরের কাছে হাজির হতে। ডিরেক্টরের অধীনে মেডিক্যাল বোর্ড বিবেচনা করবে, মহিলার গর্ভপাতের প্রয়োজন রয়েছে কি না। সোমবার বোর্ডের সিদ্ধান্ত জানাতে রাজ্যকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।

এ দিন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল অভ্রতোষ মজুমদার বিচারপতি চক্রবর্তীর আদালতে জানান, মেডিক্যাল বোর্ড জানিয়েছে, ওই মহিলার গর্ভপাত করানো জরুরি এবং তাতে মহিলার জীবনের সংশয় নেই। একই সঙ্গে অভ্রতোষবাবু জানান, এসএসকেএম হাসপাতালের স্ত্রী-রোগ বিভাগের প্রধানই মহিলার গর্ভপাত করানোর ব্যবস্থা করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Permission Abortion Calcutta High Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE