Advertisement
২০ এপ্রিল ২০২৪
Swasthya Sathi

স্ট্রেচারে শুয়েই স্বাস্থ্যসাথীর শিবিরে

শিবিরে গিয়ে সপরিবার ছবি তুলে সেই কার্ড পেলেন রাজারহাটের ওই তরুণী সোমা বর।

ফাইল চিত্র

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২১ ০৩:০৭
Share: Save:

মাসখানেক আগে দুর্ঘটনায় পা ভেঙে গিয়েছিল প্রসূতি তরুণীর। তবে গর্ভস্থ সন্তানের কোনও ক্ষতি হয়নি। ২১ দিন আগে সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এ দিকে, টাকার অভাবে ভাঙা পায়ের চিকিৎসা সে ভাবে না করানোয় তাঁর অবস্থার অবনতি হয়েছে। জরুরি ছিল চিকিৎসার আর্থিক সাহায্য। তাই তড়িঘড়ি স্বাস্থ্যসাথী কার্ড পেতে অ্যাম্বুল্যান্সে করে সদ্যোজাত সন্তান-সহ তরুণীকে নিয়ে হাজির হন তাঁর স্বামী। শনিবার বিধাননগরের বিডি পার্কের এক শিবিরে। সেখানে তখন ওই প্রকল্পের ছবি তুলে কার্ড দেওয়া হচ্ছিল।

শিবিরে গিয়ে সপরিবার ছবি তুলে সেই কার্ড পেলেন রাজারহাটের ওই তরুণী সোমা বর। তাঁর পরিবার সূত্রের খবর, রাজারহাটেই পথ দুর্ঘটনায় সোমার ডান পা ভেঙে যায়। ওই চিকিৎসার খরচের জন্য তাই স্বাস্থ্যসাথী কার্ড পেলে উপকার হবে মনে করেই দ্রুত যোগাযোগ করা হয় স্থানীয় প্রশাসনের সঙ্গে।

বিধাননগর পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর অনিন্দ্য চট্টোপাধ্যায় এ দিন জানান, মহিলার স্বামী টোটো চালান। তিনি বলেন, “ওই পরিবারটি আমাদের ওয়ার্ডের বাসিন্দা নয়। কিন্তু ওদের স্বাস্থ্যসাথী কার্ডের এতটাই প্রয়োজন ছিল যে, আমরা সে কথা জানতে পেরে বিশেষ অনুমতি দিয়ে সোমা বরের পরিবারের কার্ড এই ওয়ার্ড থেকে করিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করি।”

এ দিন সোমাকে অ্যাম্বুল্যান্স থেকে নামিয়ে স্ট্রেচারে শুইয়ে শিবিরে নিয়ে যাওয়া হয়। সদ্যোজাত সন্তান এবং স্বামীকে নিয়ে ছবি তুলিয়ে তাঁকে সঙ্গে সঙ্গেই স্বাস্থ্যসাথীর কার্ড দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Swasthya Sathi Ambulance
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE