Advertisement
১৮ এপ্রিল ২০২৪

আইন খাতায়-কলমেই, তথ্যের ‘অধিকার’ নেই

দেশে তথ্য জানার অধিকার আইন লাগু হওয়া খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু সচেতনতার অভাবে এই আইন ঠিক মতো প্রয়োগ হচ্ছে না। বুধবার সন্ধ্যায় বইমেলার প্রেস কর্নারে একটি অনুষ্ঠানে এ কথা বলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০১
Share: Save:

দেশে তথ্য জানার অধিকার আইন লাগু হওয়া খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু সচেতনতার অভাবে এই আইন ঠিক মতো প্রয়োগ হচ্ছে না। বুধবার সন্ধ্যায় বইমেলার প্রেস কর্নারে একটি অনুষ্ঠানে এ কথা বলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম-এর প্রাক্তন সাংসদ শমীক লাহিড়ী, বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য প্রমুখ। সৌগতবাবু বলেন, “আইন পাশ হওয়ার পরে সেই আইন কার্যকর করতে সে ভাবে প্রচার হয়নি। এই আইনের মাধ্যমে যে স্বচ্ছতা আসার কথা ছিল তা-ও আসেনি। দেশের স্বার্থে, জাতীয় নিরাপত্তার কথা ভেবে অনেক সময়ে বহু তথ্য প্রকাশ করা হয় না।” তাঁর মতে, বেশির ভাগ ক্ষেত্রেই এই আইন ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়।

সিপিএম-এর প্রাক্তন সাংসদ শমীক লাহিড়ীর মতে, “শুধু আইন করলেই হয় না। আইন প্রয়োগ করতে দরকার পরিকাঠামো। মানুষের আন্দোলনই পারবে এই আইনকে সঠিক ভাবে বাস্তবায়িত করতে।”

বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য বলেন, “কেন্দ্র বা রাজ্য এই আইন সাধারণ মানুষের মধ্যে প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে।” অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন তথ্য জানার অধিকার নিয়ে দীর্ঘ দিন ধরে সংগ্রাম করা কর্মী অমিতাভ চৌধুরী। তাঁর অভিযোগ, এ রাজ্যে তথ্য জানার অধিকার আইন প্রয়োগ করে কিছু জানতে চাইলে মাসের পর মাস কেটে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

right to information rti book fair
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE