Advertisement
১৮ এপ্রিল ২০২৪

কড়া নজর রেড রোডের কুচকাওয়াজেও

এক দিকে প্রজাতন্ত্র দিবস নিয়ে সতর্কতা, তার উপরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা-র ভারত সফর। সব মিলিয়ে নিরাপত্তা জোরদার করতে এই শীতেও ঘেমে উঠছেন পুলিশ ও নিরাপত্তার সঙ্গে যুক্ত কর্তারা। ওবামা-র ভারত সফরের সময়ে জঙ্গি হানার আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে রক্তচাপ। তাই, এতটুকু ঝুঁকি নিতে রাজি নয় কেউ। তাই, দিল্লির মতো সারা দেশেই কুচকাওয়াজ ঘিরে নিরাপত্তার কড়াকড়ি চলছে।

সজাগ চোখে। রবিবার, রেড রোডে। ছবি: দেবাশিস রায়

সজাগ চোখে। রবিবার, রেড রোডে। ছবি: দেবাশিস রায়

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৫ ০১:৩১
Share: Save:

এক দিকে প্রজাতন্ত্র দিবস নিয়ে সতর্কতা, তার উপরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা-র ভারত সফর। সব মিলিয়ে নিরাপত্তা জোরদার করতে এই শীতেও ঘেমে উঠছেন পুলিশ ও নিরাপত্তার সঙ্গে যুক্ত কর্তারা।

ওবামা-র ভারত সফরের সময়ে জঙ্গি হানার আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে রক্তচাপ। তাই, এতটুকু ঝুঁকি নিতে রাজি নয় কেউ। তাই, দিল্লির মতো সারা দেশেই কুচকাওয়াজ ঘিরে নিরাপত্তার কড়াকড়ি চলছে।

ব্যতিক্রম নয় কলকাতাও। বিমানবন্দর থেকে রেল স্টেশন, সর্বত্র কড়াকড়ির ছাপ স্পষ্ট। শহরের যে গুরুত্বপূর্ণ ভবনগুলিতে জঙ্গি হানা হলে দেশের নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া যায়, ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ফোর্ট উইলিয়াম, সেই সব ভবনগুলির উপরে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। তবে, পাখির চোখের মতো করে দেখা হচ্ছে কলকাতার রেড রোডের কুচকাওয়াজকে। সেই কুচকাওয়াজে উপস্থিত থাকবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তা খতিয়ে দেখার জন্য তাই রবিবার পরিদর্শনে নেমেছিলেন কলকাতার পুলিশ কমিশনার সুরজিৎ করপুরকায়স্থ। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের অন্য উচ্চপদস্থ অফিসারেরাও। কমিশনারের দাবি, প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তা নিয়ে সতর্ক রয়েছে তাঁর বাহিনী। ওবামা-র ভারত সফরের কারণেও এ বার দিল্লি ছাড়া কলকাতার মতো শহরের নিরাপত্তা নিয়েও তাঁরা আরও বেশি সতর্ক বলে তিনি জানিয়েছেন।

কুচকাওয়াজের জন্য প্রতি বছরই রেড রোডে সিসিটিভি ক্যামেরা থাকে। থাকে ওয়াচ-টাওয়ারও। পুলিশ কমিশনার জানিয়েছেন, গত বছরের তুলনায় এ বার ওয়াচ-টাওয়ারের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। সব মিলিয়ে ১০টি ওয়াচ-টাওয়ার থেকে নজরদারি চালাবেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। ডিসেম্বর মাস থেকেই সারা শহর জুড়ে তল্লাশি অভিযান শুরু হয়ে গিয়েছে। কমিশনারের দাবি, বিভিন্ন এলাকায় গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হচ্ছে। কুচকাওয়াজের সময়ে যাতে পুরো রেড রোড সিসিটিভি-র আওতায় থাকে, তার জন্য নির্দিষ্ট জায়গায় ক্যামেরা বসানো হয়েছে। তল্লাশি চালানো হচ্ছে পুলিশ কুকুর দিয়েও। কুচকাওয়াজের সময় যথেষ্ট সংখ্যক কলকাতা পুলিশের অফিসার এবং ব্ল্যাক ক্যাট কমান্ডোরা উপস্থিত থাকবেন। সক্রিয় থাকবেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসাররাও। সাধারণ পোশাকেও উপস্থিত থাকবেন বহু সংখ্যক পুলিশকর্মী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

republic day red road
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE