কণিকা মজুমদার (মৃত যুবকের মা)
আমার মাসি, মীরা কুন্ডু কিছু দিন ধরেই ভুগছিলেন। সন্ধ্যায় ওঁর মেয়ে অন্বেষা খবর দিল, মাসি মারা গিয়েছেন। নিমতলায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা থাকি শ্যামপুকুরের নিবেদিতা লেনে। নিমতলা বাড়ির কাছেই। প্রসেনজিৎ বলল, ‘বাবা আর তুমি যাও। আমি ভাইকে নিয়ে যাচ্ছি।’ তখন ভাবিনি, তিন জন বাড়ি ফিরব আর ও পারবে না।
নিজস্ব সংবাদদাতা
সরকারি কৌঁসুলিরা এই ঘটনার সঙ্গে নির্ভয়া-কাণ্ডের সাদৃশ্যের কথা তুলে ধরেছিলেন আদালতে। তাঁদের দাবি, দিল্লির ওই ঘটনার পরে গণধর্ষণের এমন ঘটনা বিরল। তাই তাঁরা দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি তোলেন।
নিজস্ব সংবাদদাতা
দেশ জুড়ে যে যুদ্ধ জিগির এবং সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা শুরু হয়েছে, তার প্রতিবাদে বুধবার মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের কর্মসূচি নিয়েছিল গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)।
নিজস্ব সংবাদদাতা
ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে সুরঞ্জনবাবুর চিকিৎসা চলছে।
দেবাশিস ঘড়াই
আলিপুর চিড়িয়াখানার পাঁচটি বাঘ, একটি লেপার্ড এবং একটি সিংহকে ২০১৫ সালে দত্তক নিয়েছিলেন রহমান। চিড়িয়াখানার দত্তক কর্মসূচির (অ্যাডপশন অব জু অ্যানিম্যালস) অধীনে রহমান প্রথমে তিন বছরের জন্য দত্তক নিয়েছিলেন বাঘ-সিংহদের। পরে আরও এক বছরের মেয়াদেই সে চুক্তির নবীকরণ করেন।
নিজস্ব সংবাদদাতা
বর্তমান মেট্রোর চেয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সার্বিক পরিকাঠামো অনেক আধুনিক। তা-ও সেখানে প্রথম ২ কিলোমিটারের জন্য ভাড়া থাকছে পাঁচ টাকাই। পরের ধাপগুলিতে অবশ্য বর্তমান মেট্রোর তুলনায় প্রায় দ্বিগুণ ভাড়া দিতে হবে যাত্রীদের। বুধবার মেট্রোর তরফে নতুন ভাড়ার তালিকা প্রকাশ করা হয়।
নিজস্ব সংবাদদাতা
হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মগুলিতে হকারদের ভিড় আর মালবোঝাই ট্রলির দৌরাত্ম্যে আজকাল হাঁটাচলাই কঠিন হয়ে পড়েছে। তার উপরে যে প্ল্যাটফর্ম থেকে সাধারণত লোকাল ট্রেন ছাড়ে না, মঙ্গলবার রাতে সেই প্ল্যাটফর্মেই দেওয়া হয়েছিল ব্যান্ডেল লোকাল।
বৃত্তিমূলক শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশের ধর্নায় সমর্থন জানাল সংখ্যালঘু যুব ফেডারেশন।
নিজস্ব সংবাদদাতা
পুলিশ সূত্রের খবর, ওই দিন সন্ধ্যায় কামদুনি এবং মহিষগাঁতির মধ্যে সংযোগকারী রাস্তার ধারে একটি ঘর থেকে এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পান কয়েক জন মৎস্যজীবী। তাঁরা গিয়ে দেখেন, ভেড়ির জলে ভাসছে এক মহিলার দেহ। আর এক ব্যক্তি মহিষগাঁতি গ্রামের দিকে পালাচ্ছেন। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে।
নিজস্ব সংবাদদাতা
পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে আলিপুরের কম্যান্ড হাসপাতাল চত্বরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের একটি স্কুলে জলে ডুবে যায় সম্বুদ্ধ ঘোষ (৪) নামে ওই শিশুটি। স্কুলের শিক্ষিকারাই তাকে কম্যান্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিজস্ব সংবাদদাতা
মঙ্গলবার সকালে নাগেরবাজারের ক্লাইভ হাউসের মোড়ে বাস থেকে নেমে স্কুলে ঢোকার মুখে বাসের তলায় পিষ্ট হয় দমদম ক্রাইস্টচার্চ স্কুলের ছাত্রী অনুষ্কা কর (৫)। অনুষ্কার মা সুস্মিতা করের চোখের সামনেই ঘটে পুরো ঘটনাটি। ওই বাসচালক বিশ্বনাথ মালি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন।
নিজস্ব সংবাদদাতা
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ছেলেধরা নয়, মানসিক ভারসাম্যহীন। ফলে তাঁর পরিচয়ও জানা যায়নি। তবে কারা মারধর করল সে ব্যাপারে খোঁজ শুরু হয়েছে।
শান্তনু ঘোষ
এলাকায় ঢুকে ধুপধাপ করে ঝাঁপ মারছেন এক বাড়ির ছাদ থেকে আর এক বাড়ির কার্নিসে। টব উল্টে, জানলায় ধাক্কা মেরে সকলের ঘুম ভাঙাচ্ছেন। সকালে দলের কয়েক জন এলাকা পরিদর্শনে বেরোলেও বাকিরা স্থানীয়দের রাখছেন কড়া নজরে।
নিজস্ব সংবাদদাতা
ব্যারাকপুরের পুলিশ কমিশনার সুনীল চৌধুরী বলেন, ‘‘কোনও ব্যবসার টাকার ভাগ নিয়ে সমস্যার জেরেই এই খুন বলে মনে হচ্ছে। ওই নিহত ব্যক্তি আগে গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলেও প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।’’
নিজস্ব সংবাদদাতা
স্বাস্থ্য দফতর সূত্রের খবর, কয়েক মাস আগে এসএসকেএম হাসপাতালের তরফে এই দু’টি প্রতিস্থাপনের অনুমোদনের জন্য আবেদন জানানো হয়েছিল। স্বাস্থ্য দফতরের তরফে হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখে প্রতিস্থাপন কমিটির সঙ্গে আলোচনার পরেই এই লাইসেন্স দেওয়া হয়।
নিজস্ব সংবাদদাতা
মৃতার পারিবারিক সূত্রের খবর, মধুমিতাদেবী কিডনির সমস্যায় ভুগছিলেন। শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁর ডায়ালিসিস চলছিল। তার মধ্যেই তাঁর জ্বর, কাশি, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। তাঁকে উত্তর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
নিজস্ব সংবাদদাতা
শিশুটির পরিবারের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে ওই ছাত্রের।
নিজস্ব সংবাদদাতা
রেল সূত্রে খবর, ভাড়া নির্ধারনের জন্যে মন্ত্রকের কাছে কেএমআরসি কর্তৃপক্ষ একটি রিপোর্ট পাঠিয়েছিলেন। সেই রিপোর্ট পর্যালোচনার পর ভাড়া ঠিক করা হয়েছে। জানা গিয়েছে, ২ কিলোমিটার পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়া পাঁচ টাকাই রাখা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা
মঙ্গলবার ছিল যাদবপুরে কর্ম সমিতির বৈঠক। সেখানে পড়ুয়াদের মতামতের গুরুত্ব না দিয়ে, তাঁদের উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ। এর পর থেকেই উত্তল হয়ে ওঠে ক্যাম্পাস।
নিজস্ব সংবাদদাতা
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে নিমতলা ঘাটে। সৎকারের শেষে গঙ্গার পাড়ে তখন কেউ দাঁড়়িয়েছিলেন, কেউ বা বসে। আচমকা কয়েক ফুট উঁচু হয়ে বান আসায় নিজেদের সামলাতে পারেননি তারা। জলের তোড়ে ভেসে যান সকলেই।
নিজস্ব সংবাদদাতা
‘এনআইএ’ পরিচয় দেওয়া আধিকারিকরা ওই নির্মাণ সংস্থার বিভিন্ন রকম ত্রুটির কথা বলে ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকাও চাইছেন। তাতে আরও সন্দেহ হয় পুলিশের।
নিজস্ব সংবাদদাতা
ছোট্ট শিশুটির এই পরিণতির জন্য পুলিশ, প্রশাসন, পুরসভা, এমনকি স্কুলও যে দায় এড়াতে পারে না, সেই অভিযোগ তুলে প্রায় তিন ঘণ্টা রাস্তা আটকে রাখলেন তাঁরা। স্কুলের ভিতরেও উত্তেজনা ছড়াল। অবরোধের জেরে দীর্ঘ যানজট হয় ওই এলাকায়।
মিঠু বসু (অভিভাবক)
অনুষ্কার কী হয়েছে, আমার মেয়েকে এখনই জানাতে পারব না। অনেক যন্ত্রণা নিয়ে রাস্তায় বসে অবরোধ করেছি। আজ অনুষ্কার সঙ্গে যা ঘটেছে, কাল আমাদের সন্তানদের সঙ্গেও তা হতে পারে।
নিজস্ব সংবাদদাতা
ছাত্র নির্বাচনের দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু দিন ধরে আন্দোলন চালাচ্ছে তিন ছাত্র সংসদ।
নিজস্ব সংবাদদাতা
পা মাটি ছুঁইছুঁই। কোমরের নীচের অংশে কম্বল জড়ানো। দেহে পচন ধরেছে। দুর্গন্ধে টেকা দায়! অথচ, ওই ফ্ল্যাটেই তখন উপস্থিত মৃতের বাবা, মা ও বোন!
প্রদীপ্তকান্তি ঘোষ
মঙ্গলবারই আলিপুর সেন্ট্রাল জেল শূন্য হল। বন্দিদের নতুন ঠিকানা হল বারুইপুর জেল।
সুনন্দ ঘোষ
অনেক কাঠখড় পোড়ানোর পরে সোমবার সেই ব্লেজার আসল মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে কলকাতা বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ।
নিজস্ব সংবাদদাতা
মেয়রের মত, মানুষের উপরে করের বোঝা বাড়িয়ে আয় বাড়ানো কোনও জনমুখী সরকারের লক্ষ্য হতে পারে না।
নিজস্ব সংবাদদাতা
আশপাশে ছিল টানা রিকশার জট। সেই সবের ফাঁক গলে কোনও রকমে শিশুটি রফি আহমেদ কিদোয়াই রোডের স্কুলে পৌঁছে গেল।
নীলোৎপল বিশ্বাস
অভিযোগের তদন্তে নেমে জানা যায়, রাতারাতি বিক্রিও হয়ে গিয়েছে ওই গাড়ি ও ফোনগুলি। পুলিশের অনুমান, দাম উঠেছে প্রায় ১০ লক্ষ টাকা।
নিজস্ব সংবাদদাতা
বিষয়টি জানার পরেই তিনি নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট ব্যাঙ্কের পক্ষ থেকেও গুরুগ্রাম পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। আপাতত বন্ধ রাখা হয়েছে পুরসভার দেওয়া চেকের মাধ্যমে টাকা তোলা।
নিজস্ব সংবাদদাতা
উদ্ধার হয়েছে উধাও হয়ে যাওয়া চালও। মঙ্গলবার ধৃতদের শিয়ালদহ আদালতে তোলা হলে ৫ মার্চ পর্যন্ত চার ধৃতকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। এক জনের জামিন মঞ্জুর হয়েছে।
নিজস্ব সংবাদদাতা
অবসরপ্রাপ্ত এক আইপিএস আত্মঘাতী।
নিজস্ব সংবাদদাতা
উত্তেজক পরিস্থিতির মধ্যে কয়েক জন ছাত্র অসুস্থও হয়ে পড়েন বলে জানা গিয়েছে। এক ছাত্রকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত হয় দু’পক্ষেরই বেশ কয়েকজন। তখন প্রশাসনিক ভবনে ফিরে যান উপাচার্য সুরঞ্জন দাস।
নিজস্ব সংবাদদাতা
লিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অনুষ্কা কর (৫)। তার বাড়ি লেকটাউন এলাকায়। নাগেরবাজারের একটি বেসরকারি স্কুলের ছাত্রী সে।
নিজস্ব সংবাদদাতা
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কারখানাটিতে প্রচুর দাহ্যবস্তু মজুদ ছিল।
ঋজু বসু
তিন দশক আগে শ্রীনগর থেকে এসে থিতু কলকাতা অন্তঃপ্রাণ পরিবারের মেয়ের স্বরেও আতঙ্কের ছোঁয়াচ— ‘‘কলকাতাকে এক ফোঁটা অবিশ্বাস করার কথা ভাবতেও পারি না। কিন্তু এখন ক’টা দিন একটু সামলে থাকতে হচ্ছে! প্লিজ় আমরা ক’জন ভাইবোন, কোথায় বাড়ি, এত খুঁটিনাটি লেখার দরকার নেই।’’
শান্তনু ঘোষ
কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বিস্ফোরণে ৪৯ জন জওয়ান নিহত হওয়ার পরে গত দু’দিন ধরে এমনটাই চলছে শহরের বিভিন্ন এলাকায়। নাগরিকদের অনেকেরই তাই প্রশ্ন—এঁরা কারা?
মেহবুব কাদের চৌধুরী
এ দিন দুপুরে পশ্চিম চৌবাগায় গিয়ে দেখা গেল পরিবেশ থমথম। রাস্তায় ইতস্তত জটলা। ভয়ে অনেক বাড়িতেই পুরুষ ও মহিলারা কাজে বেরোননি। বাচ্চাদের স্কুলে পাঠাননি অনেকেই।