নিজস্ব সংবাদদাতা
পর পর হুমকি ফোন। কখনও গুলি করে মারার হুমকি আবার কখনও বাড়ির সামনে বিস্ফোরক রাখার হুমকি। বার বার হুমকি ফোন পেয়ে থানায় অভিযোগ জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন।
নীলোৎপল বিশ্বাস
কোনওমতে কান্না চেপে মেয়ের শয্যা থেকে দূরে সরে গেলেন শিশুকন্যার মা শম্পা সরকার। তার পরে বললেন, ‘‘সারাদিন এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে ঘুরতে হয়েছে। অ্যাম্বুল্যান্সের চালক তো রাস্তাই চেনেন না। দ্রুত অস্ত্রোপচার করানো গেলে মেয়ের হাতটা হয়তো কাটা যেত না।’’
দেবাশিস ঘড়াই
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রের খবর, বায়ুসূচকের (এয়ার কোয়ালিটি ইনডেক্স) মাপকাঠি অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম পনেরো দিনের মধ্যে আট দিনই দিল্লির বাতাসের থেকে কলকাতার বাতাসের মান খারাপ ধরা পড়েছে। শুধু তাই নয়, ওই দু’সপ্তাহে গড়ে ৮৫টা শহরের বাতাসের মান পরিমাপ করেছিল পর্ষদ, সেখানে প্রতিবারই প্রথম দশটি দূষিত শহরের মধ্যে জায়গা করে নিয়েছে কলকাতা!
নিজস্ব সংবাদদাতা
বাইরে তখন বাড়ির লোক, প্রতিবেশীদের ভিড়। সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধার করে মৃতদেহটি। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে মৃত ঘোষণা করা হয় ওই শিশুর মা প্রিয়াঙ্কা জয়সওয়ালকে (২৮)।
নিজস্ব সংবাদদাতা
পুলিশ সূত্রের খবর, জখম দুই যুবকই স্থানীয় তিলজলা রোডের বাসিন্দা। দু’জনেই ধর্মতলা-পার্ক সার্কাস রুটের অটোচালক। এ দিন বিকেলে তাঁরা সেতুর উপরে অটো দাঁড় করিয়ে যাত্রীদের জন্য অপেক্ষা করছিলেন। এক সময়ে অটো ছেড়ে দু’জনেই সেতুর রেলিংয়ে উঠে বসেন। তার কিছু ক্ষণ পরেই এই দুর্ঘটনা ঘটে।
নিজস্ব সংবাদদাতা
বিধাননগর পুরসভা সূত্রের খবর, সম্প্রতি মূল্যায়ন পর্ষদ জানিয়েছে, রাজারহাট-গোপালপুর এলাকার ২৭টি ওয়ার্ডই নয়, এর সঙ্গে আরও তিনটি সংযুক্ত এলাকাতেও মূল্যায়নের কাজ করা হবে। যার ফলে সার্বিক ভাবে মোট ৩০টি ওয়ার্ডে সম্পত্তিকরের পরিমাণ বাড়তে পারে।
অনুপ চট্টোপাধ্যায়
কলকাতা পুরসভায় দৈনিক সাড়ে চার হাজার মেট্রিক টন জঞ্জাল জমা হয়। তার মধ্যে পচনশীল জলযুক্ত বর্জ্যের (বায়ো ডিগ্রেডেবল) পরিমাণ হল ৫০.৫৬ শতাংশ। পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের পরিমাণ ১১.৪৮ শতাংশ। আর সহজে পচনশীল নয় (যেমন রবার, লোহা, প্লাস্টিক, চামড়া-সহ বিভিন্ন জিনিস), এমন বর্জ্যের পরিমাণ ৩৭.৯৬ শতাংশ। ওই ইঞ্জিনিয়ার জানান, অপচনশীল বর্জ্য নিয়েই যত সমস্যা। গৃহস্থেরা বাড়িতে সব এক জায়গায় রাখায় কম্প্যাক্টর মেশিনেও সমস্যা হয়।
নিজস্ব সংবাদদাতা
মিছিলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছেন বহু মানুষ।
নিজস্ব সংবাদদাতা
আরও বড় ঘটনা ঘটে যেতে পারত, কিন্তু খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কসবা থানার পুলিশ। মহিলাকে কার্যত গণপিটুনির হাত থেকে উদ্ধার করেন পুলিশকর্মীরা।
নিজস্ব সংবাদদাতা
অমিতের বাবা স্বপন ঘোষ জানান, ১৯ ফেব্রুয়ারি অমিতের বিয়ে ঠিক হয়েছিল। মাস খানেক ধরে হবু স্ত্রীকে সঙ্গে নিয়ে বিয়ের বাজারও করেছিলেন তিনি। হবু স্ত্রীও নিয়মিত বাড়িতে আসা-যাওয়া করতেন। ৯ ফেব্রুয়ারি রাতে হবু স্ত্রীকে ফোনও করেছিলেন অমিত।
নিজস্ব সংবাদদাতা
এমনকী, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক থেকে শুরু করে শহরের দূষণ নিয়ে সমীক্ষা করা একাধিক সংস্থার রিপোর্টে যেখানে দূষণের কারণ হিসেবে পথের ধুলো, নির্মাণস্থলের ধুলো-সহ একাধিক বিষয়ে শোরগোল পড়ে গিয়েছে, সেখানেও তা নিয়ন্ত্রণে ২০১৯-’ ২০ সালের বাজেটে একটি কথাও খরচ করা হয়নি।
নিজস্ব সংবাদদাতা
বুধবার রাতের সেই অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক শুক্রবার বলেন, ‘‘মানিকতলার সিসি ক্যামেরার ফুটেজ থেকে ওই নম্বরটাই একমাত্র সূত্র হিসেবে হাতে এসেছিল। তার ভিত্তিতেই লালবাজার রাজ্য জুড়ে খবর পাঠিয়ে দেয়। নম্বর ধরে রাতেই গাড়ির মালিকের বাড়িতে গিয়ে দেখি, একই রকম একটি গাড়ি গ্যারাজে রাখা। নম্বর প্লেটও এক!’’
নিজস্ব সংবাদদাতা
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বছর বিয়াল্লিশের খোকন পান্ডা বৃহস্পতিবার সন্ধ্যায় মেডিসিন বিভাগে ভর্তি হয়েছিলেন। পরদিন সকাল ছ’টা নাগাদ কর্তব্যরত নার্স দেখেন, তিনি শয্যায় নেই। প্রথমে ওই নার্স ও কর্মীরা ভেবেছিলেন, খোকন শৌচালয়ে গিয়েছেন।
নিজস্ব সংবাদদাতা
পুলিশ জানায়, চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নিমতার দুর্গানগরের বাসিন্দা কিঙ্কর সরকারকে ৩০ সেপ্টেম্বর গ্রেফতার করে পুলিশ।
নিজস্ব সংবাদদাতা
বৃহস্পতিবার ঝাড়খণ্ডের গিরিডি থেকে হরিহরকে গ্রেফতার করে পুলিশ। সে কলকাতা পুরসভার সাফাই বিভাগের কর্মী। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অর্চনা এবং তাঁর সঙ্গী বলরাম কেশরীর দেহ লোপাটের পিছনে হরিহরের হাত ছিল। হোটেলের ম্যানেজার তথা হরিহরের ছেলে জয়দেব তার বাবার বুদ্ধিতেই দু’ জনের দেহ লোপাট করে।
সুচন্দ্রা ঘটক
রাত তিনটে-সাড়ে তিনটে নাগাদ আসতে শুরু করে ফলের গাড়ি। ঝুড়ি ভর্তি ফল নিয়ে সকালের প্রথম ট্রেনে উঠে পড়েন শবনম-মুসকান-রুকসানারা। ডায়মন্ড হারবার বাজারে ফল বেচা-কেনা সেরে, তবে বাড়ি। ততক্ষণে হয়তো স্কুলে চলে গিয়েছে কারও সন্তান, কারও বা মত্ত স্বামী ঘুম থেকেই ওঠেননি।
নিজস্ব সংবাদদাতা
বিয়ের ঠিক ১০ দিন আগে রহস্যজনক ভাবে রেললাইনের উপর পাওয়া গেল ৩১ বছরের এক যুবকের দেহ।
নিজস্ব সংবাদদাতা
ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত দেশের ১৩টি শহরে হবে এই দৌড়। সাত হাজার রোগের প্রতীক হিসেবে দৌড়ের নামকরণে ‘৭’ সংখ্যাটি থাকছে।
নিজস্ব সংবাদদাতা
ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তার পরে দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়।
নিজস্ব সংবাদদাতা
মেট্রো সূত্রের খবর, বারবার চেষ্টা করেও সময়ানুবর্তিতা ধরে রাখা সম্ভব হচ্ছে না। প্ল্যাটফর্মের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে যে সময় দেখাচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে ট্রেন আসছে তার চেয়ে দেরিতে।
ফিরোজ ইসলাম
রেল বোর্ড সূত্রের খবর, কানাডার একটি সংস্থার সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে এমসিএফ-এর কথা চলছে। ওই প্রযুক্তি পেলে এ দেশেই আন্তর্জাতিক মানের মেট্রোর কোচ তৈরি হওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধা থাকবে না।
নিজস্ব সংবাদদাতা
পুলিশ অতিসক্রিয়তা দেখাচ্ছে অভিযোগ করে উত্তেজিত জনতা রাতেই রাজারহাট-বিষ্ণুপুর রোডে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করেন। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো শুরু হয়।
নিজস্ব সংবাদদাতা
ওই যুবকের আইনজীবী তাঁর মক্কেলের জামিনের আবেদন জানিয়ে বলেন, তরুণীর সঙ্গে তাঁর মক্কেলের বিয়ে হয়েছে। সরকারি কৌঁসুলি তার প্রতিবাদ জানিয়ে বলেন, সে ক্ষেত্রেও ফেসবুকে ওই ছবি পোস্ট করা যায় না।
নিজস্ব সংবাদদাতা
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের পরীক্ষা পর্ব এখনও চলছে। তার মধ্যেই ‘নিয়োগপত্র’ হাতে চলে এল এক প্রার্থীর।
কৌশিক ঘোষ
কলকাতা পুরসভা সূত্রের খবর, দক্ষিণ কলকাতার যে দু’টি জমিতে নতুন ট্রিটমেন্ট প্লান্ট তৈরি হবে, তার একটি হল গল্ফ গার্ডেন্সে। অন্যটি হল পাটুলির কাছে বৃজি রোডে।
নিজস্ব সংবাদদাতা
পুরসভা সূত্রের খবর, ১, ৬, ১৪, ৩৬, ৬৯, ৭৪, ৭৯, ৮১, ৮২, ৮৮, ৯৩, ৯৪, ৯৭, ১০৭, ১০৮, ১০৯, ১১৭, ১৩১ এবং ১৩২ ওয়ার্ডগুলি ওই তালিকায় রয়েছে।
নিজস্ব সংবাদদাতা
দেখা যায়, মাঝের আসনে মুখে কাপড় ঢাকা অবস্থায় কাউকে বসিয়ে রাখা হয়েছে। কাপড় সরাতেই দেখা যায়, ওই ব্যক্তির মুখে সেলোটেপ লাগানো। চোখ-মুখে আতঙ্ক। তিনি ঘোরের মধ্যে রয়েছেন।
নিজস্ব সংবাদদাতা
বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এলাকায় উত্তেজনা রয়েছে।
নিজস্ব সংবাদদাতা
গত ২৭ ডিসেম্বর ময়দান স্টেশনে যে রেকটি বিকল হয়ে গিয়েছিল, এ দিন সেই একই রেকের একই কামরার একই জায়গায় ফের সমস্যা ধরা পড়ে।
নিজস্ব সংবাদদাতা
সোমবার অগ্নিকাণ্ডের পর থেকে যে পাঁচ জন কর্মী এখনও নিখোঁজ, তাঁদেরই পরিজনেরা অপেক্ষা করছেন কারখানার বাইরে। যদি কোনও খবর আসে!
কাজল গুপ্ত
দামি মোবাইল ও মোটরবাইক দিতে না চাওয়ায় নিজের মাকেই পুড়িয়ে মারার চেষ্টা করেছে কিশোর ছেলে। নিউ টাউন থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার একটি পোশাকের দোকান রয়েছে।
নিজস্ব সংবাদদাতা
ঘটনার দিন বিকেল থেকেই ১৫২ জন বাসিন্দার ঠাঁই হয়েছে স্থানীয় বিকেসি কলেজের একতলার সাতটি ঘরে। এ দিন সকালে পুরসভার তরফে মিলেছে কলা ও পাউরুটি। দুপুরের খাবার পাওয়া গিয়েছে স্থানীয় গুরুদ্বার থেকে।
নিজস্ব সংবাদদাতা
ওই আদালতের অধীনে কলকাতার ২২টি থানা রয়েছে। দিনে গড়ে প্রায় ৩০টি মামলার শুনানি হয়। কিন্তু আইনজীবীদের বক্তব্য, বিভিন্ন দিনে বিভিন্ন বিচারক ভারপ্রাপ্ত হয়ে কাজ করায় তাঁরা মামলার গতিপ্রকৃতি সম্পর্কে অবগত থাকছেন না।
আর্যভট্ট খান
মুনমুন জানায়, গত এক বছর ধরে নানারকম শারীরিক সমস্যায় ভুগছে সে। একটু হাঁটলেই হাঁপিয়ে বসে পড়ে। বেশি ক্ষণ দাঁড়াতে পারে না। শরীরের নানা জায়গায় ফুলে যায়। নাক দিয়ে রক্ত পড়ে মাঝেমধ্যে।
নিজস্ব সংবাদদাতা
আইনজীবীদের দাবি, হাইকোর্টের ওই রায়ের ফলে নিম্ন আদালতে সোনিকার অস্বাভাবিক মৃত্যুর মামলার চার্জ গঠন হতে বাধা রইল না। ওই মামলায় পরের শুনানি ১৭ এপ্রিল। ওই দিন চার্জ গঠনের আবেদন করা হতে পারে।
নিজস্ব সংবাদদাতা
ফুলমতির অভিযোগ, ‘‘জরুরি বিভাগ জানাল হাসপাতালে জলাতঙ্কের টিকা নেই। বেলেঘাটায় আইডি হাসপাতালে যেতে।’’ আইডিতে গিয়ে ছেলেকে টিকা দেওয়ান ফুলমতি।
নিজস্ব সংবাদদাতা
পুলিশ জানিয়েছে, মৃত ওই তরুণীর নাম হর্ষিতা খেমকা (২৬)। তাঁর বাড়ি কলকাতার বেহালা থানা এলাকার বুড়ো শিবতলায়। তিনি এক ম্যানেজমেন্ট কলেজের ছাত্রী। পাশাপাশি ওই ছাত্রী ময়দান থানা এলাকায় একটি এসি মার্কেটে পারিবারিক ব্যবসাও দেখাশোনা করেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
দেবাশিস ঘড়াই
ডব্লুডব্লুএফ-এর রিপোর্ট বলছে, ‘ওয়াটার স্ট্রেসড সিটি’-র মাপকাঠির ভিত্তিতে প্রথম পাঁচটি শহরের মধ্যে চেন্নাই, হায়দরাবাদের সঙ্গে জায়গা করে নিয়েছে এ শহরও।
নিজস্ব সংবাদদাতা
পুলিশ জানায়, হরবিন্দরের মোবাইল ফোনটি রেললাইনে পড়ে গিয়েছিল। সেটি তুলতে গিয়ে তিনি খেয়ালই করেননি যে, ওই লাইনেই ট্রেন আসছে। যত ক্ষণে খেয়াল হয়, আর কিছুই করার ছিল না!