Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৫ ডিসেম্বর ২০২১ ই-পেপার

পুস্তক পরিচয় ৩...

অন্য রকম কিছু লেখা

রমাপদ চৌধুরী
২২ মার্চ ২০১৪ ২৩:২১

এতকাল সিদ্ধার্থ সিংহকে কবি হিসেবেই চিনতাম, মাঝে মাঝে তাঁর দু-একটা কবিতা কোনও কোনও পত্রপত্রিকায় পড়ে চমকেও উঠেছি। ক্লাসের ফার্স্টবয় হওয়ারও কী অসীম দুঃখ থাকতে পারে, সে কথা আমরা ক’জনই বা জানি! হ্যাঁ, তারও দুঃখ আছে, তার কোনও বন্ধু হয় না। এই কবির দৃষ্টির আড়ালে যে শিশুমনকে দেখার এবং শিশুর মন নিয়ে তাকে বোঝার শক্তিও তাঁর লেখার মধ্যে যে লুকিয়ে ছিল, তা এতকাল আমার জানা ছিল না। সে কারণেই তাঁর ৫১ ছোটদের ছোট গল্প (নিউ বেঙ্গল প্রেস, ১৯৫.০০) বইটির পাতা ওল্টাতে ওল্টাতে শুধু অবাকই হইনি, বলতে গেলে প্রায় চমকে উঠেছি। এ তো অনেকটা শিশুসাহিত্যের মোড় ফেরানোর কাজ। সেই যে ঘনাদা শুরু করেছিলেন, ফেলুদা ডিঙিয়ে দাদা-কাকারা কিশোর সাহিত্য নিয়ে মেতে রইলেন, অবহেলিত রয়ে গেল ছোটদের জন্য কিছু করা। অন্য রকম কিছু লেখা। সিদ্ধার্থ সিংহ হাতেকলমে সেটা করে দেখিয়ে দিলেন। একেবারে দারুণ সব গল্প, কোনও কোনওটা রীতিমত মজার, আর গল্পের বিষয়ও যে কত রকম হতে পারে, তা-ও দেখিয়ে দিলেন। বেশ বড়সড়, বড় মাপের এই বইটার ৫১টি ছোট-ছোট ছোটদের মনের মতো গল্পে। ওঁর কাছে একটাই অনুরোধ, এখানেই থামবেন না।

Advertisement

আরও পড়ুন

Advertisement