কালি কলম মন
পূর্ণেন্দু পত্রী
২০০.০০, প্রতিক্ষণ
একদা একটি সাময়িকপত্রে ‘কালি কলম মন’ নামেই ধারাবাহিক ফিচার লিখতেন লেখক। দেশজ ভাষায় ভিনদেশি শিল্পী-সাহিত্যিকদের সৃষ্টি নিয়ে সে সব লেখায় একই সঙ্গে তথ্য ও অনুভূতির সমাহার হয়েছিল। রচনাদির মধ্যে ফুটে উঠত চিত্র-ভাস্কর্য, চলচ্চিত্র, সাহিত্যের শিল্পরীতি নিয়ে তাঁর নিরন্তর পর্যবেক্ষণ ও অভিব্যক্তি। পাঠকের কাছে বাড়তি পাওনা ছিল তাঁর চমৎকার গদ্য। সেগুলিই গ্রন্থিত করেছেন সম্পাদক অরুণ সেন। শুরুতেই তিনি পূর্ণেন্দু পত্রীর সৃজনকর্মের বিচরণক্ষেত্র কতটা ব্যাপক তার পরিচয় দিয়ে প্রাবন্ধিক পূর্ণেন্দু সম্পর্কে লিখছেন: ‘‘পূর্ণেন্দু-র প্রবন্ধ-প্রীতির কথা যা জেনেছি, তা কিন্তু তাঁর তারুণ্যের কাল থেকেই। ক্রমশই দেখেছি সেদিকেই তাঁর বেশ নজর। প্রবন্ধ পড়েছেন এবং লিখেছেন তাঁর ওই আশ্চর্য ব্যস্ত বহুমুখী সৃজনশীলতার মধ্যেই।... সবই তাঁর আগ্রহের এক-একটা বড়ো এলাকা, এবং তা নিয়েই প্রবন্ধ ও প্রবন্ধের বই।’’ রাফায়েল, ভ্যান গঘ, রঁদ্যা, দালি, হাইনে, অডেন, এজরা পাউন্ড, বুনুয়েল, সুধীন্দ্রনাথ, জীবনানন্দ... এ রকম কে না উঠে এসেছেন পূর্ণেন্দুর কলমে! লিখেছেন আধুনিক গ্রন্থচিত্রণ নিয়ে, লিখেছেন কলকাতার দেয়াল-লিখন নিয়েও: ‘‘কলকাতার দেয়াল-লিখন খুলে দিতে পারে গবেষণার আরও একটা বড়ো দরজা।... ১। স্বাধীনতা-পূর্ব দেয়াল-লিখনের ধরন-ধারণ; ২। স্বাধীনতা-উত্তর দেয়াল-লিখনের আকৃতি-প্রকৃতি; ৩। দেয়াল-লিখনের সঙ্গে দেয়াল-চিত্রের ক্রম-অবিচ্ছেদ্যতা। আবার ইচ্ছে করলে দেয়াল-লিখনকেও ভাগ করে নিতে পারেন দু ভাগে। প্রথমটা গদ্যের, দ্বিতীয়টা পদ্যের অথবা ছড়ার।’’