Advertisement
২৪ এপ্রিল ২০২৪
চিত্রকলা ও ভাস্কর্য ২

সমতলভূমি ও পাহাড়ি নিসর্গ

অজয়কুমার বন্দ্যোপাধ্যায় নব্য ভারতীয় ঘরানার আঙ্গিকে ছবি আঁকেন। বিড়লা অ্যাকাডেমিতে সম্প্রতি অনুষ্ঠিত হল জলরঙে আঁকা ৬৭টি ছবি নিয়ে তাঁর একক প্রদর্শনী। নারী-মুখাবয়ব, রাধাকৃষ্ণ এবং অন্যান্য পৌরাণিক বিষয়ের পাশাপাশি অজস্র নিসর্গচিত্র এই প্রদর্শনীকে সমৃদ্ধ করেছে। রাজস্থান, উটি, নেপাল, সিকিম ইত্যাদি অঞ্চলের সমতলভূমি ও পাহাড়ি নিসর্গ এঁকেছেন আদর্শায়িত স্বাভাবিকতায়।

মৃণাল ঘোষ
শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৪ ০০:০১
Share: Save:

অজয়কুমার বন্দ্যোপাধ্যায় নব্য ভারতীয় ঘরানার আঙ্গিকে ছবি আঁকেন। বিড়লা অ্যাকাডেমিতে সম্প্রতি অনুষ্ঠিত হল জলরঙে আঁকা ৬৭টি ছবি নিয়ে তাঁর একক প্রদর্শনী। নারী-মুখাবয়ব, রাধাকৃষ্ণ এবং অন্যান্য পৌরাণিক বিষয়ের পাশাপাশি অজস্র নিসর্গচিত্র এই প্রদর্শনীকে সমৃদ্ধ করেছে। রাজস্থান, উটি, নেপাল, সিকিম ইত্যাদি অঞ্চলের সমতলভূমি ও পাহাড়ি নিসর্গ এঁকেছেন আদর্শায়িত স্বাভাবিকতায়। আধুনিকোত্তর যুগেও ভারতীয় ঐতিহ্যগত চিত্রচর্চায় যাঁরা নিবিষ্টভাবে নিমগ্ন আছেন এই শিল্পী তাঁদের অন্যতম।

প্রদর্শনী

চলছে

সিমা: গ্রীষ্মের প্রদর্শনী ২ অগস্ট পর্যন্ত।

অ্যাকাডেমি: উজ্জ্বল দেবনাথ ২৮ জুলাই পর্যন্ত।

রাজীব বাগ ২৮ জুলাই পর্যন্ত।

তাপস দাস, বাপ্পা হালদার প্রমুখ ২৮ জুলাই পর্যন্ত।

সাউথ সিটি: শুভঙ্কর হালদার ৩১ জুলাই পর্যন্ত।

বিড়লা অ্যাকাডেমি: ‘বার্ষিক প্রদর্শনী ২০১৪’ ২৪ অগস্ট পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mrinal ghosh exhibition
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE