Advertisement
২০ এপ্রিল ২০২৪
বাস্তু

বাস্তুশাস্ত্রে বানিজ্যিক আবাসন

পার্থপ্রতিম আচার্য
জ্যোতিষাচার্য, হস্তরেখাবিদ, তন্ত্র জ্যোতিষ, বাস্তুবিশারদ শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৭ ০০:০০
Share: Save:

শহরাঞ্চলে বানিজ্যিক আবাসন তৈরি করে বাসস্থানের সঙ্কট নিরসনের চেষ্টা করা হয়। এই আবাসন নির্মাণের জন্য বাস্তুশাস্ত্রের সিদ্ধান্তগুলি দেখে নেওয়া যাকঃ-

১। যে জমিতে কমপ্লেক্স নির্মাণ করা হবে তার সমতা যদি সবদিকে সমান হয় তাহলে তা শুভযোগ বুঝতে হবে।

২। আবাসনের আশপাশে বড় রাস্তা বা হাইওয়ে থাকা বাস্তু মতে অনুকূল।

৩। গাড়ি রাখার জায়গা করতে হবে ভবনের উত্তর, উত্তর-পূর্ব ও পূর্বদিকে। তবে এই ব্যবস্থা ভবনের বাইরে এবং মুখোমুখি করতে পারলে উত্তম।

৪। জেনারেট, শীত-তাপ নিয়ন্ত্রক মেসিন ইত্যাদি বসাতে হবে দক্ষিণ-পূর্বদিকে।

৫। সিঁড়ি হবে দক্ষিণ অথবা পশ্চিম দিকে। সিঁড়ি ঘুরবে ডান দিকে।

৬। লিফট বসালে তা হবে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিকে।

বিঃ দ্রঃ- বাস্তুশাস্ত্রের কোনও জাত নেই। বাস্তু হল স্থাপত্যের কলা ও বিজ্ঞান। বাস্তু যে মানবে ফল তারই। কারণ বাস্তু উপদেষ্টা বিশ্বকর্মা বলেছেন, এ শাস্ত্র সকল মানবের কল্যাণের জন্যই সৃষ্টি করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE