• Parthapratim Acharya
  • পার্থপ্রতিম আচার্য
সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে

আপনার প্রশ্ন জ্যোতিষীর উত্তর

  • Parthapratim Acharya

১। মাননীয় মহাশয়, আমার জন্মতারিখ ৫ জুন, ১৯৮৫। জন্ম বেলা ১১টায়। আমার কর্মক্ষেত্র কেমন যাবে জানাবেন।

উত্তরঃ- আপনি বর্তমানে রাহুর মহাদশা ভোগ করছেন। সঙ্গে শনির সাড়ে সাতির অন্তিম চরণের প্রভাবে আছেন। গত সময়ের তুলনায় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। ভাগ্যভাব মধ্যম প্রকার। পরিশ্রমের ফলে সাফল্য আসবে। তবে বর্তমান সময়ে অন্ধের মতো বিশ্বাস করে কারও থেকে প্রতারিত বা বঞ্চিত হতে পারেন। চাকরিতে বদলি বা পরিবর্তন আসতে পারে। আয় কমবে ও ব্যয় বৃদ্ধি পাবে, ফলে বুঝে খরচ করা উচিত।

২। আমার জন্মতথ্য প্রকাশ করবেন না। আমার কিসে উন্নতি? আমার কী করা উচিত? আমার ডাকনাম কুণাল।

উত্তরঃ- আপনার জন্মছক অনুসারে আপনি চাকরি ও ব্যবসা উভয় ক্ষেত্রেই সাফল্য লাভ করবেন। আপনি বর্তমানে চাকরি করছেন নিশ্চয়, তবে আগামীতে আপনি নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন। অবশ্য একটি কথা মনে রাখবেন, পার্টনানশিপ ব্যবসা করা আপনার পক্ষে ভাল হবে না।

৩। মাননীয় মহাশয়, আমার জন্মতারিখ ১০ ডিসেম্বর, ১৯৭৯। সময় রাত ১০টা। জন্মস্থান কলকাতা। বর্তমানে আমার শরীর-স্বাস্থ্য কেমন থাকবে?

উত্তরঃ- আপনার শরীর মাঝে মধ্যে অসুস্থ হতে পারে। বর্তমান সংক্রমণের ক্ষেত্রে বেশি চিন্তা করার প্রয়োজন নেই। তবে সতর্ক থাকুন। খাদ্যাভ্যাসের দিকেও নজর দিন। পরিশ্রম বাড়বে। বাবা-মায়ের শরীরের দিকেও বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন আছে।

৪। মাননীয় মহাশয়, আমার জন্ম ১৯৮৫ সালে ৭ ডিসেম্বর। আমি কি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারব? আমার সরকারি চাকরি হবে?

উত্তরঃ- আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ মনোনিবেশ করার প্রয়োজন আছে। তবে পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হবেন। আগামীতে আপনি নিজস্ব পেশায় সুনাম ও অর্থ উপার্জন করবেন।

৫। মহাশয়, আমার চাকরিটা কি হবে? আমার জন্মতারিখ ০৪/১২/১৯৯৩। সময় বিকেল ৫টা ২০ মিনিট। আমার নাম প্রকাশে অনিচ্ছুক।

উত্তরঃ- আপনি প্রশাসন ও আইন সংক্রান্ত ক্ষেত্রে নিশ্চিত ভাবে যুক্ত হবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।

৬। মহাশয়, আমার জন্মতারিখ ২৮/০৪/১৯৯০। জন্ম বিকাল সওয়া ৪টে। আমি জানতে চাই, আমার রাশি ও গণ কী।

উত্তরঃ- আপনার জন্মরাশি মিথুন এবং আপনি দেব গণের জাতক।

৭। মহাশয়, আমার জন্মতারিখ ০৭/১১/১৯৯১। আমার জন্ম সন্ধ্যা ৬টায়। আমার ইদানিং সবকিছুতেই খারাপ ফল পাচ্ছি। আমার কী করা উচিত?

উত্তরঃ- বর্তমানে আপনি হনুমানজি ও দক্ষিণাকালীর পূজা করুন সঙ্গে বিশেষ কবচ ধারণ করুন। প্রতি কাজেই আপনি রাগ এবং আক্রমণাত্মক মনোভাব প্রকাশ করে ফেলছেন। নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। আগামীতে অবশ্যই সাফল্য পাবেন।

৮। আমার জন্মতথ্য গোপন রাখবেন। আমার জন্ম কলকাতায়। বর্তমানে আমার সময় খুব খারাপ যাচ্ছে, আমার কী করা উচিত?

উত্তরঃ- চিন্তা করবেন না। আপনি আয়ের নতুন দিশা পাবেন। আয়ের ব্যাপারে অবহেলা করবেন না। কারণ বর্তমানে আয় যা করবেন তার বেশির ভাগটাই ব্যয় হয়ে যাবে। বর্তমানে আপনি শনির সাড়ে সাতি ভোগ করছেন। হনুমানজি ও দক্ষিণাকালীর পুজো করুন। মনের ভক্তি, বিশ্বাস ও ভরসা দ্বারা করুন, ফল পাবেন।

জ্যোতিষীর কাছে প্রশ্ন পাঠাতে মেল করুন:
jeevandarshan@abpdigital.in
 

সবাই যা পড়ছেন

সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে
আরও পড়ুন

সবাই যা পড়ছেন

আরও পড়ুন