স্কুল-লাগোয়া খেলার মাঠ। সেই মাঠের উপর দিয়ে চলে গেছে বিদ্যুতের হাইটেনশন লাইন। মাঠে ছাত্রছাত্রীরা খেলার সময় তার ছিঁড়ে যে কোনও দিন দুর্ঘটনা ঘটতে পারে। দক্ষিণ ২৪ পরগনার ফলতা হরিণডাঙা হাইস্কুলের মাঠের উপর দিয়ে যাওয়া ওই লাইনটি অন্যত্র সরানোর জন্য একাধিক বার বিভিন্ন দফতরে জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
১৯৪৮ সালে প্রায় সাড়ে ৩ বিঘা জমির উপর তৈরি হয়েছিল স্কুলটি। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় আড়াই হাজার। দিনে দিনে স্কুল কলেবরে বাড়লেও এবং নানা উন্নতি হলেও জমির অভাবে ভাল খেলার মাঠ ছিল না। তাই বছর তিনেক আগে স্কুল-লাগোয়া সাড়ে ৫ বিঘা সরকারি জমি নিয়ে এবং ব্যক্তি মালিকানায় ২ বিঘা জলা জমি কিনে খেলার মাঠ তৈরি করা হয়। মাঠ তৈরির বেশ কয়েক বছর আগে থেকেই দোস্থপুর পাওয়ার হাউজ থেকে ১১০০ ভোল্টেজের হাইটেনশন তারের মাধ্যমে ফলতার বিভিন্ন গ্রামে বিদ্যুত্ সরবরাহ হয়। ওই লাইনের প্রায় ২০০ মিটার অংশ লম্বা মাঠের উপর দিয়ে গিয়েছে।
স্কুল সূত্রে খবর, মাঠে বসানো দু’টি স্তম্ভের উপর দিয়ে যাওয়া হাইটেনশন তারের নীচেই ছাত্রছাত্রীরা সারা বছর খেলাধূলো করে আসছে। আচমকা ঝড়-বৃষ্টি হলেই ওই তার দুলতে থাকে। খেলার সময় যে কোনও দিন তার ছিঁড়ে পড়ে বড় রকম দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা। বর্ষা কালে ইন্টার ক্লাস ফুটবল খেলার সময় বল তারে লেগে প্রায়ই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। এমনকী, বাজ পড়লেও আগুন জ্বলে ওঠে বলে জানা গেল। সেই খেলা দেখতে মাঠে উপস্থিত থাকেন বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা। সকলকেই আতঙ্কের মধ্যে থাকতে হয়।