ভ্রমণ সংস্থার হাত ধরে উত্তরপ্রদেশ থেকে পুণ্য অর্জনের আশায় গঙ্গাসাগরে এসে সর্বস্ব খুইয়েছিলেন সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ। সৌজন্য ‘হ্যাম রেডিও,’ দলের লোকেদের খুঁজে পেলেন তিনি। রক্ষা পেলেন দুর্বত্তদের হাত থেকেও।
হ্যাম রেডিও আসলে ওয়াকিটকির মতো এক বিশেষ ওয়্যারলেস ব্যবস্থা। জরুরি ভিত্তিতে যোগাযোগের জন্য এই রেডিও কোনও বিশেষ এলাকাতেই কাজ করে। সেই রেডিও-র মাধ্যমে সম্প্রচার করার পরেই দলের লোকেদের ফিরে পান ওই বৃদ্ধ।
উত্তরপ্রদেশের বাসিন্দা ওই বৃদ্ধের নাম সন্তোষ টিন্নু। একটি ভ্রমণ সংস্থার মাধ্যমে গঙ্গাসাগরে এসেছিলেন তিনি। মঙ্গলবার রাতে কোনও ভাবে সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন ওই বৃদ্ধ। সঙ্গীদের কাছে ফিরিয়ে দিতে এজেন্সিটি বৃদ্ধের কাছে আরও ১০ হাজার টাকা দাবি করে বলে অভিযোগ। সন্তোষবাবুর বলেন, “টাকা না দিতে পারলে সাগরে ফেলে চলে যাওয়ারও হুমকিও দেয় ওরা।” তাঁর পরিচয় পত্রও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।