Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সেন্ট্রাল বাস টার্মিনালের জন্য ২ কোটি রাজ্যের

শুক্রবার বনগাঁয় এসে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন,  ওই কাজের জন্য বনগাঁ পুরসভাকে ইতিমধ্যে পঞ্চাশ শতাংশ টাকা দেওয়া হয়েছে। এনওসি জমা দিলে বাকি টাকাও দেওয়া হবে। 

শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী

নিজস্ব সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ০১:৩৮
Share: Save:

বনগাঁয় একটি সেন্ট্রাল টার্মিনাল তৈরির জন্য রাজ্য পরিবহণ দফতর ২ কোটি টাকা অনুমোদন করেছে। শুক্রবার বনগাঁয় এসে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ওই কাজের জন্য বনগাঁ পুরসভাকে ইতিমধ্যে পঞ্চাশ শতাংশ টাকা দেওয়া হয়েছে। এনওসি জমা দিলে বাকি টাকাও দেওয়া হবে।

বনগাঁ পুরসভা ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁ শহরের যানজটের অন্যতম বড় কারণ কোনও বাস টার্মিনাল না থাকা। কয়েক বছর আগেও শহরের বাগদা রোড, চাকদহ রোডে রাস্তার উপর অস্থায়ী বাসস্ট্যান্ড ছিল। পুরসভার তরফে কিছুদিন আগে মতিগঞ্জ এলাকায় ইছামতী নামে একটি বাস টার্মিনাস করা হয়। সড়কে থাকা সমস্ত বাস ওই বাস টার্মিনাসে নিয়ে যাওয়া হয়েছে। অস্থায়ী বাসস্ট্যান্ডও তুলে দেওয়া হয়েছে।

পুরপ্রধান শঙ্কর আঢ্য বলেন, ‘‘গাঁধীপল্লি এলাকায় একটি আধুনিক সেন্ট্রাল বাস টার্মিনাল তৈরির কাজ শুরু হয়েছে। ২০১৯ সালের মধ্যে কাজ শেষ করা হবে। ওটি তৈরি হয়ে গেলে যানজট সমস্যা কমে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bus Terminal Bongaon
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE