Advertisement
২০ এপ্রিল ২০২৪

বরাহনগর জুটমিলের বিরুদ্ধে অভিযোগ দমকলের

বৃহস্পতিবার রাতে বরাহনগর থানায় সেই লিখিত অভিযোগ জমা দিয়েছে দফতর। গত ২৯ ডিসেম্বর একই সময়ে একই সঙ্গে বরাহনগর জুট মিলের পাঁচটি জায়গায় আগুন লাগে।

গত ২৯ ডিসেম্বর একই সময়ে একই সঙ্গে বরাহনগর জুট মিলের পাঁচটি জায়গায় আগুন লাগে। —ফাইল চিত্র।

গত ২৯ ডিসেম্বর একই সময়ে একই সঙ্গে বরাহনগর জুট মিলের পাঁচটি জায়গায় আগুন লাগে। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ মার্চ ২০১৯ ০২:০১
Share: Save:

বরাহনগর জুটমিলের বিরুদ্ধে এ বার পুলিশের কাছে অভিযোগ দায়ের করল দমকল দফতর।

বৃহস্পতিবার রাতে বরাহনগর থানায় সেই লিখিত অভিযোগ জমা দিয়েছে দফতর। গত ২৯ ডিসেম্বর একই সময়ে একই সঙ্গে বরাহনগর জুট মিলের পাঁচটি জায়গায় আগুন লাগে। চটকল কর্তৃপক্ষ দাবি করেছিলেন, চারটি জায়গায় তাঁরা আগুন নিভিয়ে ফেললেও গোটাটা বাঁচানো যায়নি। ক্ষতিগ্রস্ত হয় সেলাই ও তাঁতঘর। দু’টি বিভাগ মিলিয়ে প্রায় ৪০ হাজার বর্গফুট এলাকায় ডাঁই করা চটের বান্ডিলে আগুন ছড়িয়ে পড়েছিল। তাতে তাঁত বিভাগের ২৪টি বিদেশি মেশিনও পুড়ে যায়। দমকলের আটটি ইঞ্জিন প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে এনেছিল।

ঘটনার খবর পেয়ে সেখানে হাজির হয়ে দমকলমন্ত্রী সুজিত বসু দফতরের আধিকারিকদের নির্দেশ দেন, আগুনের কারণ খতিয়ে দেখে তাড়াতাড়ি রিপোর্ট জমা দিতে হবে।

ঘটনার প্রায় দু’মাসের মাথায় দমকল দফতর ওই চটকলের কর্তৃপক্ষের বিরুদ্ধে অগ্নি-বিধি না মানার অভিযোগ দায়ের করল। দফতর সূত্রের খবর, পুরনো রেকর্ড থেকে দেখা গিয়েছে প্রতি বছরই বেশ কয়েক বার ওই চটকলে আগ্নিকাণ্ড ঘটে। দমকলমন্ত্রী বলেন, ‘‘একটা জুটমিলে বারবার কেন আগুন লাগছে, সেটা তো তদন্ত করে দেখা প্রয়োজন। যে অভিযোগগুলি উঠছে, তা সত্যি হলে পুলিশ আইন মোতাবেক ব্যবস্থা নেবে।’’

তবে বরাহনগর জুটমিলের ডিরেক্টর দামোদরপ্রসাদ ভট্টের দাবি, ‘‘অভিযোগ হয়েছে কি না, জানি না। তবে চটকলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক রয়েছে। আগুন লাগলে আমাদের কী করার আছে?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Baranagar Jute Mill Fire
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE