Advertisement
২০ এপ্রিল ২০২৪

প্রেমিককে খুনের অভিযোগে ধৃত

প্রেমিককে বিষ মেশানো পানীয় খাইয়ে খুনের অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার দুপুরে বামুনগাছি এলাকা থেকে ওই মেয়েটিকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অনির্বাণ রায় (২১)। শনিবার মেয়েটিকে বারাসত আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন।

নিজস্ব সংবাদদাতা
ব্যারাকপুর শেষ আপডেট: ৩১ মে ২০১৫ ০১:২৫
Share: Save:

প্রেমিককে বিষ মেশানো পানীয় খাইয়ে খুনের অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার দুপুরে বামুনগাছি এলাকা থেকে ওই মেয়েটিকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অনির্বাণ রায় (২১)। শনিবার মেয়েটিকে বারাসত আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন।

পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, হাবড়া শ্রীচৈতন্য কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র অনির্বাণের বাড়ি দত্তপুকুরের চালতাবেড়িয়া রবীন্দ্র পল্লিতে। বছর খানেক আগে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারপর থেকে তাঁরা প্রায়ই দেখা করতেন বামুনগাছি বা বারাসত স্টেশনের কাছে। শুক্রবারও দুপুরে মেয়েটির সঙ্গে দেখা করার উদ্দেশেই বাড়ি থেকে বেরোন অনির্বাণ। পৌনে ৭টা নাগাদ বামুনগাছি স্টেশনের কাছে ওই তরুণীর সঙ্গে তাঁর দেখা হয়। অনির্বাণের খুড়তুতো ভাই শুভ দাস বলেন, ‘‘রাত পৌনে ৮টা নাগাদ ওই মেয়েটি ফোন করে বলেন দাদা কিছু খেয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমাকেও যেতে বলেন।’’ তিনি জানান, বারাসত হাসপাতাল থেকে আরজিকরে নিয়ে যাওয়ার পথেই দাদা মারা যান।

স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, অনির্বাণের মৃত্যুর জন্য তাঁর প্রেমিকাকে সরাসরি দায়ী করা হলেও তিনিই শেষ পর্যন্ত অনির্বাণের সঙ্গে ছিলেন এবং হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। শনিবার দত্তপুকুর থানায় মেয়েটির বিরুদ্ধে খুনের অভিযোগ করেন ওই যুবকের পরিবার। এরপর বামুনগাছির মামাবাড়ি থেকে গ্রেফতার হন বছর কুড়ির ওই তরুণী।

এ দিন বিশেষ আদালতে ওই তরুণীকে তোলার সময় অনির্বাণের মৃত্যু প্রসঙ্গে প্রশ্ন করা হলে তাঁর জবাব, ‘‘আমার সত্যিই কিছু বলার নেই। আমি কিছু বলবও না।’’

অনির্বাণের বাবা প্রকাশ রায়ের ডেকোরেটর্সের ব্যবসা। একমাত্র সন্তানকে হারিয়ে কার্যত বাগরুদ্ধ তিনি। প্রকাশবাবু বলেন, ‘‘ওই মেয়েটির কি কিছু বলার থাকতে পারে। ছেলেটা বোকা। সরল মনে সম্পর্ক গড়েছিল। ও কি জানত যে এ ভাবে ওকে মেরে ফেলবে।’’

খুনের অভিযোগ দায়ের ও গ্রেফতার হওয়ার পরেও খুন নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে তদন্তকারী অফিসারদের মধ্যে। পুলিশ জানিয়েছে, আমাদের মনে হয় মেয়েটি অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছে এমনটা অনুমান করে আবেগপ্রবণ হয়ে অনির্বাণ নিজেও বিষাক্ত কিছু খেয়ে থাকতে পারে। তবে এই ঘটনায় দুই পরিবারের লোকেদের সঙ্গেই আলাদা করে কথা বলা হবে। উত্তর ২৪ পরগণার অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘খুনের কারণ এখনও স্পষ্ট নয়। তবে অভিযোগের ভিত্তিতে আমরা অনির্বাণের প্রণয়ীকে গ্রেফতার করেছি। ময়না তদন্তের রিপোর্ট এলেই বিষয়টি পরিষ্কার হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

barrackpore murder police barasat death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE