Advertisement
২৬ এপ্রিল ২০২৪

গুজব ছড়ানোর অভিযোগ, ধৃত ১০

রাত পৌনে ১১টা। বনগাঁ থানায় খবর এল সাতভাই কালীতলার রাস্তায় প্রচুর মানুষ জড়ো হয়েছেন। কারণ সেখানে এক মহিলাকে ধর্ষণের গুজব ছড়িয়েছে। অথচ পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, সেখানে কিছুই নেই।

নিজস্ব সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৭ ০০:৫৬
Share: Save:

রাত পৌনে ১১টা। বনগাঁ থানায় খবর এল সাতভাই কালীতলার রাস্তায় প্রচুর মানুষ জড়ো হয়েছেন। কারণ সেখানে এক মহিলাকে ধর্ষণের গুজব ছড়িয়েছে। অথচ পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, সেখানে কিছুই নেই। দিন কয়েক ধরেই বনগাঁয় আনাচে কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে একের পর এক খুন, ধর্ষণের খবর। যেগুলির কোনওটিই সত্যি নয়। ইতিমধ্যেই গুজব ছড়ানোর অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে সাতভাই কালীতলা থেকে পুষ্পেন বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার এক মানসিক ভারসাম্যহীন যুবককে মারধরের অভিযোগে হাবরার নারায়ণপুর থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে দেগঙ্গার জামালপুরে এক ব্যক্তিকে দুষ্কৃতী সন্দেহে গ্রামবাসী আটকে রাখে। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। জেলা পুলিশের এক কর্তা জানান, পুলিশ কর্মীরা সাদা পোশাকে বিভিন্ন গ্রামে ঘুরছেন। জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, যারা গুজব ছড়াচ্ছে এবং আইন হাতে তুলে নিচ্ছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত দশ জনকে গ্রেফতার করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rumours
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE