Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বিরিয়ানি বিতণ্ডা থেকেই গুলি

রবিবার রাতে দোকানের সামনেই সঞ্জয় মণ্ডলকে গুলি করে মারে চার দুষ্কৃতী। ওই রাতেই দলের পাণ্ডা মহম্মদ ফিরোজকে গ্রেফতার করে জগদ্দল থানার পুলিশ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জুন ২০১৮ ০১:১৮
Share: Save:

বিরিয়ানির দাম চাওয়া নিয়ে বচসার জেরেই ভাটপাড়ার বিরিয়ানি দোকানের মালিককে গুলি করে খুন করা হয়েছে। প্রাথমিক তদন্তে এমনটাই জানতে পেরেছে পুলিশ। রবিবার রাতে দোকানের সামনেই সঞ্জয় মণ্ডলকে গুলি করে মারে চার দুষ্কৃতী। ওই রাতেই দলের পাণ্ডা মহম্মদ ফিরোজকে গ্রেফতার করে জগদ্দল থানার পুলিশ।

কাঁকিনাড়ার এক নম্বর গলির বাসিন্দা সঞ্জয়ের ভাই শঙ্কর জানান, ঘটনার সূত্রপাত এক সপ্তাহ আগে। দোকানে এসে এক প্যাকেট মটন বিরিয়ানি দাবি করে ফিরোজ ও তার দলবল। অভিযোগ, বিরিয়ানির দাম ১৯০ টাকা চাওয়া হলে ওই দুষ্কৃতী তা দেবে না বলে জানিয়ে দেয়। শঙ্কর বলেন, ‘‘দাম না দিলে বিরিয়ানি মিলবে না বলতেই ওরা হুমকি দিয়ে বলেছিল, পরে দেখে নেবে। সেই বদলা নিতেই রবিবার রাতে এসে ওরা দাদাকে মেরে দিল।’’ ব্যারাকপুর সিটি পুলিশের ডেপুটি কমিশনার (জোন ২) কে কারনান বলেন, ‘‘এক জনকে রাতেই গ্রেফতার করা হয়েছে। বাকি তিন জনের খোঁজ চলছে।’’

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার রাত ৯টা নাগাদ ফিরোজ-সহ চার দুষ্কৃতী দু’টি বাইকে চেপে দোকানের সামনে আসে। ঘোষপাড়া রোডে বাইক দু’টি রেখে তারা হেঁটে দোকানে ঢোকে। অভিযোগ, দোকানে ঢুকেই সঞ্জয়ের কাছে ফিরোজরা জানতে চায়, কেন এক সপ্তাহ আগে তাদের বিরিয়ানি দেওয়া হয়নি? তখন সঞ্জয় তাদের ফের জানিয়ে দেন, টাকা না দিলে আর বিরিয়ানি দেওয়া সম্ভব নয়। তাতেই খেপে গিয়ে ওই দোকান-মালিককে মারধর শুরু করে চার দুষ্কৃতী। অভিযোগ, ফিরোজ তার কোমরে গোঁজা রিভলভার বার করতেই ভয়ে ছুটতে শুরু করেন সঞ্জয়। কিন্তু কয়েক পা এগোতেই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে ওই দুষ্কৃতী। পেটে ও মাথায় গুলি লেগে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সঞ্জয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ওই দোকান থেকে ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে ভাটপাড়া তদন্ত কেন্দ্র। ঘটনার পরে সেই তদন্ত কেন্দ্রের পাশাপাশি জগদ্দল থানা থেকেও পুলিশ আসে। রাতেই কাঁকিনাড়া থেকে ফিরোজকে গ্রেফতার করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Shot Dead Biriyani Shop Miscreants
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE