Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Sagarmela

সাগর মেলায় রক্তদান শিবির

প্রশাসন সূত্রের খবর, গঙ্গাসাগর মেলায় রক্তদানের আয়োজন এই প্রথম।

গঙ্গাসাগরের মেলার প্রাঙ্গণে এভাবেই সাড়া মিলেছে রক্তদান শিবিরে।— নিজস্ব চিত্র।

গঙ্গাসাগরের মেলার প্রাঙ্গণে এভাবেই সাড়া মিলেছে রক্তদান শিবিরে।— নিজস্ব চিত্র।

সামসুল হুদা
ভাঙড় শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২১ ০৫:৩৮
Share: Save:

করোনা পরিস্থিতির জেরে রক্তদান শিবির বন্ধ বহু জায়গাতেই। ফলে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের আকাল চলছে। সমস্যা সমাধানে এবার গঙ্গাসাগর মেলায় রক্তদান শিবিরের আয়োজন করল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির সহযোগিতায় সম্প্রতি গঙ্গাসাগর মেলার অফিস প্রাঙ্গণে রক্তদানের ব্যবস্থা করা হয়।

মেলায় আসা সরকারি আধিকারিক-সহ অন্যদের গাড়িচালক, অ্যাম্বুল্যান্স চালকরা রক্ত দেন। এছাড়া স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী, সিভিক ভলান্টিয়ার্স, পুলিশকর্মীরাও রক্তদান করেন। রক্ত দিয়েছেন মেলায় আসা তীর্থযাত্রীদের একাংশ। উদ্যোক্তারা জানান, প্রায় ১৮০ জন এ দিন রক্তদান করেছেন। প্রশাসন সূত্রের খবর, গঙ্গাসাগর মেলায় রক্তদানের আয়োজন এই প্রথম।

জেলা প্রশাসনের কর্তারা জানান, সরকারি বিভিন্ন ব্ল্যাড ব্যাঙ্কে রক্তের জোগান কমে গিয়েছে। থ্যালাসেমিয়া, রক্তাল্পতায় ভোগা রোগীরা সমস্যায় পড়ছেন। গর্ভাবস্থায় অনেক প্রসূতিও রক্তের অভাবে সমস্যায় পড়ছেন। তাদের কথা মাথায় রেখেই বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এবার গঙ্গাসাগর মেলায় ওই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। করোনাবিধি মেনে শারীরিক পরীক্ষা করার পরই রক্তাদাতাদের থেকে রক্ত নেওয়া হয়।

এ দিন শিবিরে রক্ত দেন অ্যাম্বুল্যান্স চালক মনোরঞ্জন সর্দার। তাঁর কথায়, “অ্যাম্বুল্যান্স চালাই বলেই রোগীদের সমস্যাটা সামনে থেকে দেখেছি।

সম্প্রতি এক থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর রক্ত জোগাড় করতে রীতিমতো সমস্যায় পড়তে হয়েছিল। ওই সব রোগীর কথা মাথায় রেখেই এদিন এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করলাম।” জেলাশাসক পি উলগানাথন বলেন, “করোনার জেরে এই সময় সব জায়গায় রক্তদান শিবিরগুলি হচ্ছে না। ফলে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের অভাব রয়েছে, চাহিদা মেটাতে তাই আমরাই শিবিরের আয়োজন করলাম।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sagarmela Blood donation camp
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE