Advertisement
২০ এপ্রিল ২০২৪

ঘোজাডাঙায় বিএসএফ জওয়ান খুনের অভিযোগ

এক বিএসএফ জওয়ানকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। রবিবার রাতে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তের ঘটনা। পুলিশ জানিয়েছে, নিহত জওয়ানের নাম গোবিন্দ সিংহ (৫১)। বিএসএফের ১৪৪ নম্বর ব্যাটেলিয়নের গোবিন্দ সিংহের বাড়ি উত্তরপ্রদেশের আগরায় চাহার গ্রামে। এই ঘটনায় ১২ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৫ ১৫:১৭
Share: Save:

এক বিএসএফ জওয়ানকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। রবিবার রাতে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তের ঘটনা। পুলিশ জানিয়েছে, নিহত জওয়ানের নাম গোবিন্দ সিংহ (৫১)। বিএসএফের ১৪৪ নম্বর ব্যাটেলিয়নের গোবিন্দ সিংহের বাড়ি উত্তরপ্রদেশের আগরায় চাহার গ্রামে। এই ঘটনায় ১২ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

ঠিক কী ঘটেছিল?

বিএসএফ সূত্রে খবর, গত রাতে সাড়ে ৮টা নাগাদ ঘোজাডাঙা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে এক দল বাংলাদেশি নাগরিক। সে সময় তাদের ঘিরে ফেলেন ১৪৪ নম্বর ব্যাটেলিয়নের কর্তব্যরত জওয়ানেরা। অনুপ্রবেশকারীদের মধ্যে ১২ জনকে আটক করলেও বেশ কয়েক জন পালিয়ে যায়। আটক বাংলাদেশিদের বিএসএফ ক্যাম্পে আনার পর দেখা যায়, জওয়ানদের মধ্যে গোবিন্দ নিখোঁজ। শুরু হয় তাঁর খোঁজ। গভীর রাতেই ক্যাম্পের অদূরে একটি পুকুর থেকে গোবিন্দর দেহ উদ্ধার করা হয়। ঘটনায় পর বসিরহাট থানায় লিখিত অভিযোগ করে বিএসএফ। ১৪৪ নম্বর ব্যাটেলিয়নের এসআই সুমিত ভৌমিকের অভিযোগ, পলাতক বাংলাদেশি অনুপ্রবেশকারীরাই দলছুট গোবিন্দকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করেছে।

পুলিশ জানিয়েছে, গোবিন্দর মাথার পিছনে আঘাতের চিহ্ন মিলেছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BSF Ghojadanga jawan polic bangladesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE