Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Coronavirus

অনলাইনেই কবি-প্রণাম

সাহিত্য পত্রিকা ‘কবিতা আশ্রম’ অনলাইনে কবিগুরুকে স্মরণ করছে। কবিরা রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেছেন। সেগুলি ভিডিয়ো করা হয়েছে।

প্রস্তুতি: তৈরি হচ্ছে ভিডিয়ো। ছবি: নির্মাল্য প্রামাণিক

প্রস্তুতি: তৈরি হচ্ছে ভিডিয়ো। ছবি: নির্মাল্য প্রামাণিক

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ মে ২০২০ ০৪:২৯
Share: Save:

লকডাউন পরিস্থিতিতে এর আগে পয়লা বৈশাখের বহু অনুষ্ঠান বাতিল হয়েছে। ২৫ বৈশাখও সেই পরিস্থিতি। তবে জেলায় জেলায় রবীন্দ্র অনুরাগীরা অনেকে অনলাইনে রবি ঠাকুরকে নিয়ে দিনটা কাটাবেন বলে ঠিক করে ফেলেছেন। সেই মতো প্রস্তুতি চলছে জোর কদমে। বাড়ির ছাদে, ঘরে, বারান্দায় চলছে মোবাইল রেকর্ডিং। সোশ্যাল মিডিয়ায় সকাল থেকে সে সব তুলে দেওয়া হবে বলে জানালেন উদ্যোক্তারা।

সাহিত্য পত্রিকা ‘কবিতা আশ্রম’ অনলাইনে কবিগুরুকে স্মরণ করছে। কবিরা রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেছেন। সেগুলি ভিডিয়ো করা হয়েছে।

বনগাঁর সাহিত্য পত্রিকা ‘চিলেকোঠা’, ‘দৃষ্টিকোণ’ এবং ‘বনতলা’ অনলাইনে কবিগুরুকে স্মরণ করছে। একই ভাবে কবিকে স্মরণের প্রস্তুতি নিয়ে বনগাঁ লিটিল ম্যাগাজিন মেলা কমিটিও।

বনতলা পত্রিকা কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, কবিগুরুকে স্মরণ করতে বৃহস্পতিবার রাত থেকে শিল্পীদের দিয়ে করানো কবিগুরুর কবিতা পাঠ ও গান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে। ১০টি এপিসোড হবে। চিলেকোঠা, দৃষ্টিকোণ ও লিটিল ম্যাগাজিন মেলা কমিটি কর্তৃপক্ষ বনগাঁর ও বাইরে বিশিষ্ট শিল্পীদের কাছ থেকে রবীন্দ্রনাথের কবিতার আবৃত্তি, গান, নাচ, আলোচনা সংগ্রহ করেছেন। সকলেই তা ভিডিয়ো করে কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিচ্ছেন। ২৫ বৈশাখ সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হবে। সকলেরই বক্তব্য, লকডাউনের ফলে বাইরে বেরিয়ে কবিকে শ্রদ্ধা জানানো সম্ভব না হলেও যে যার ঘরে বসে কবিগুরুকে শ্রদ্ধা জানাচ্ছেন। অনুষ্ঠান উপলক্ষে এক সঙ্গে হই হই করা হল না ঠিকই, কিন্তু অনলাইনে এই কাজ সকলের জন্যই এক নতুন অভিজ্ঞতা।

বনগাঁ শহরের নৃত্য সংস্থা, ‘নৃত্যকুঠি।’ তারাও কবি স্মরণের আয়োজন করেছে সোশ্যাল মিডিয়ায়। সংস্থার নৃত্য শিক্ষিকা নবনীতা মিত্র বলেন, ‘‘আমার নাচের স্কুলের ছাত্রীদের রবীন্দ্রনাথের গানের সঙ্গে নাচের ভিডিয়ো বানিয়েছি। ২৫ বৈশাখ তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কবিকে স্মরণ করা হবে।’’ বনগাঁর ‘বর্ণপরিচয়’ নামে একটি সংগঠন বিদ্যাসাগরকে নিয়ে কাজকর্ম করে থাকে। সংগঠনের তরফে শম্পা দে পাঠক বলেন, ‘‘আমরা রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে অনলাইনে কবিপক্ষ অনুষ্ঠানের আয়োজন করছি। ২৭ বৈশাখ থেকে আমরা শুরু করছি।’’

গোপালনগরের একটি সংগঠন আবার ২৫ বৈশাখ উপলক্ষে অনলাইনে রবীন্দ্রনাথের গান, কবিতা, নাচের উপরে প্রতিযোগিতার আয়োজন করেছেন। ভিডিয়ো করে তা কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিতে হবে। সাহিত্য পত্রিকা ‘অভ্যুদয়’ প্রত্যেক বছর নাচে-গানে-আবৃত্তিতে রবীন্দ্র স্মরণ করে। জয়নগরের এই পত্রিকা গোষ্ঠীর সকলেই এখন ঘরবন্দি। শুক্রবার তাই সোশ্যাল মিডিয়াতেই রবীন্দ্র জয়ন্তী ও পত্রিকার জন্মদিন পালন করা হবে। ইতিমধ্যেই শিল্পীরা বাড়িতে বসে গান, আবৃত্তি রেকর্ড করে পাঠিয়ে দিয়েছেন।

সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপগুলিতে বসবাসকারী ঘরবন্দি ছাত্র-ছাত্রীদের নিয়ে রবীন্দ্র-প্রণামের আয়োজন করেছে সুন্দরবন বিষয়ক বাংলা ত্রৈমাসিক পত্রিকা ‘শুধু সুন্দরবন চর্চা।’ শুক্রবার সকাল ৯টার পর থেকে পত্রিকার ফেসবুক পেজে অনলাইন অনুষ্ঠান হবে।

ডায়মন্ড হারবারের বাচিক সংস্থা ‘শ্রুতি আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্র’ প্রতি বছর ২৫ বৈশাখ দিনটি পালন করে। এ বার সেই সুযোগ না থাকায় শিক্ষার্থীদের বাছাই করা কয়েকটি আবৃত্তি ফেসবুক গ্রুপ ও ইউটিউবে আপলোড করা হচ্ছে। সংস্থার কর্ণধার শুক্লা পাল চট্টোপাধ্যায় বলেন, ‘‘কবি পক্ষে ও নজরুল জয়ন্তী উপলক্ষে অনলাইনেই আবৃত্তি প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE