Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বাস বন্ধ করে রাস্তা সংস্কারের দাবি ভাঙড়ে

খারাপ রাস্তার জন্য সব থেকে বেশি সমস্যায় পড়েছেন প্রসূতি ও রোগীরা। রাত-বিরেতে হাসপাতালে যেতে হলে দুর্ভোগের শেষ থাকছে না। অনেক ঘুরপথে হাসপাতাল রোগীকে নিয়ে যেতে গিয়ে খরচ হচ্ছে অনেক বেশি। আরও অভিযোগ, প্রশাসনের সব স্তরে অভিযোগ জানিয়েও কোনও কাজ হচ্ছে না।

বেহাল: ভাঙড়ের রাস্তা —ছবি: সামসুল হুদা

বেহাল: ভাঙড়ের রাস্তা —ছবি: সামসুল হুদা

নিজস্ব সংবাদদাতা 
ভাঙড় শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৮ ০২:০৫
Share: Save:

দীর্ঘ দিন ধরে বিভিন্ন জায়গায় আবেদন-নিবেদন করেও কাজ হয়নি। শেষ পর্যন্ত বাস বন্ধ করে রাস্তা সংস্কারের দাবি জানালেন বাস মালিকেরা। এর ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

ভাঙড় ২ ব্লকের বাগজোলা খাল পাড়ের জামিরগাছি থেকে গাবতলা পর্যন্ত প্রায় ১৫ কিমি রাস্তা বেহাল। দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় পিচ উঠে ইট বেরিয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে বড় বড় গর্তে জল জমে ডোবার আকার নিয়েছে। এই রাস্তার উপরে রয়েছে প্রাথমিক স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ব্লক হাসপাতাল, বাজার-সহ নানা সরকারি অফিস। রাস্তার একপাশে বাগজোলা খাল। অন্য পাশে ধান জমি ও বিভিন্ন আবাসন। এই রাস্তা দিয়ে কাশীপুর-বালিহল্ট, কেবি-২২ দু’টি রুটের বাস চলে। ভাঙড় ২ ব্লকের বিভিন্ন এলাকার মানুষ ও উত্তর ২৪ পরগনার হাড়োয়া, মিনাখাঁ ব্লকের বিভিন্ন এলাকার মানুষের শহর, শহরতলির রাজারহাট, নিউটাউন, সল্টলেক-সহ বিভিন্ন এলাকায় যাতায়াত করেন এই পথে।

খারাপ রাস্তার জন্য সব থেকে বেশি সমস্যায় পড়েছেন প্রসূতি ও রোগীরা। রাত-বিরেতে হাসপাতালে যেতে হলে দুর্ভোগের শেষ থাকছে না। অনেক ঘুরপথে হাসপাতাল রোগীকে নিয়ে যেতে গিয়ে খরচ হচ্ছে অনেক বেশি। আরও অভিযোগ, প্রশাসনের সব স্তরে অভিযোগ জানিয়েও কোনও কাজ হচ্ছে না।

কাশীপুর-বালিহল্ট রুটের এক বাস মালিক বলেন, ‘‘রাস্তার যা অবস্থা, তাতে বাস চালানো অসম্ভব। মানুষের সমস্যার কথা বিবেচনা করে এত দিন বাস চালানো হয়েছে। কিন্তু এখন যা অবস্থা, তাতে আর সেটা সম্ভব হচ্ছে না। খারাপ রাস্তায় চালাতে গিয়ে যন্ত্রাংশ খারাপ হচ্ছে। যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনাও ঘটতে পারে। তাই বাধ্য হয়ে বাস চালানো বন্ধ রাখতে হয়েছে।’’

ওই রুটের নিত্যযাত্রী স্কুল শিক্ষিকা নাফিসা সুলতানা বলেন, ‘‘হঠাৎ করে কোনও নোটিস ছাড়াই বাস বন্ধ করে দেওয়া হল। বাসস্ট্যান্ডে এসে জানতে পারলাম সে কথা। কবে বাস চালু হবে, কেউ বলতে পারছেন না। এই বাস রুট চালু না হলে স্কুলে যাতায়াত করাটাই সমস্যা হয়ে যাবে।’’ এ বিষয়ে ভাঙড় ২ বিডিও কৌশিককুমার মাইতি বলেন, ‘‘ওই রাস্তাটি যে খারাপ, তা আমাদের নজরে এসেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দফতরকে জানিয়েছি। বর্ষার পরেই ওই রাস্তার কাজ শুরু হবে। টেন্ডারও হয়ে গিয়েছে। আপাতত ইট, ঝামা দিয়ে গর্তগুলি বোজানোর চেষ্টা করা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bhangar ভাঙড়
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE