Advertisement
২৫ এপ্রিল ২০২৪
দেগঙ্গা-হাসনাবাদে দু’দিনে মৃত ৫, সংখ্যা ছাড়িয়েছে দেড়শো
Dengue

মশা মারতে উদ্যোগী হতে হবে পঞ্চায়েতকে

এ নিয়ে জমতে থাকা ক্ষোভ সামাল দিতে পঞ্চায়েতগুলিকে কিছু নির্দেশ দিলেন হাবরার বিডিও শুভ্র নন্দী। তিনি জানান, ব্লকের সাতটি পঞ্চায়েত প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে নিয়মিত এলাকা পরিষ্কার রাখার জন্য।

হাপিত্যেশ: জ্বরে আক্রান্তদের লাইন বিশ্বনাথপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের বাইরে। ছবি: সজলকুমার চট্টোপাধ্যায়

হাপিত্যেশ: জ্বরে আক্রান্তদের লাইন বিশ্বনাথপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের বাইরে। ছবি: সজলকুমার চট্টোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা
হাবরা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৭ ০০:৫১
Share: Save:

উত্তর ২৪ পরগনা জুড়ে বাড়ছে জ্বরের প্রকোপ। একের পর এক মৃত্যুও হচ্ছে।

এ নিয়ে জমতে থাকা ক্ষোভ সামাল দিতে পঞ্চায়েতগুলিকে কিছু নির্দেশ দিলেন হাবরার বিডিও শুভ্র নন্দী। তিনি জানান, ব্লকের সাতটি পঞ্চায়েত প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে নিয়মিত এলাকা পরিষ্কার রাখার জন্য।

সোমবার থেকে মশা মারার কাজ শুরু হচ্ছে। পঞ্চায়েত সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন নিজেদের এলাকায় মশা মারার কাজ বুঝে নেন। বিডিওর কথায়, ‘‘এলাকায় মশা মারার কাজের খতিয়ান লিখিত ভাবে পঞ্চায়েতকে আমাকে জানাতে হবে।’’ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মানুষের কোনও অভিযোগ থাকলে তাঁদের বলা হবে, পঞ্চায়েত সদস্যদের সঙ্গে কথা বলতে।

তবে মশা মাররার ক্ষেত্রে পরিকাঠামোগত সমস্যা যে রয়েছে, তা মানছেন ব্লক প্রশাসনের কর্তারা। ব্লকে পঞ্চায়েত সদস্যের সংখ্যা ১৬১ জন। প্রত্যেক দিন প্রতিটি সংসদ এলাকায় মশা মারার কাজ করতে হলে একটি সংসদের জন্য দু’টি করে মশা মারার মেশিন দরকার। চিকিৎসকেরা জানান, এক সঙ্গে প্রতিটি পঞ্চায়েতের সংসদ এলাকায় মশা মারার তেল স্প্রে করলে ভাল ফল মিলতে পারে। ওই কাজ পরপর তিন-চার দিন ধরে চালাতে হবে। কারণ, যেখানে মশা মারার তেল স্প্রে করা হচ্ছে, সেখানে থেকে কিছু মশা অন্যত্র উড়ে যাচ্ছে।

একটি পঞ্চায়েতের প্রধান জানান, ‘‘আমাদের নিজস্ব ফান্ডে যা টাকা থাকে, তা দিয়ে পর্যাপ্ত মশা মারার তেল নেওয়াই সম্ভব হচ্ছে না।’’ হাবরা পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না বিশ্বাস জানান, সমস্যা মেটাতে চাষিদের কাছ থেকে খেতে কীটনাশক স্প্রে করার মেশিন নিয়ে কাজ চালাতে বলা হচ্ছে। প্রত্যেক দিন না হলেও নিয়মিত মশা মারার কাজ চলছে।

তবে গ্রামবাসীদের অভিজ্ঞতা আলাদ। তাঁদের অনেকেই জানালেন, মশা মারার তেল মাঝে মধ্যে দেওয়া হচ্ছে ঠিকই। তবে কাজের কাজ কিছু হচ্ছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE