Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ভেঙে পড়ল জেটিঘাট, পর্যটনে ক্ষতির আশঙ্কা

স্থানীয় সূত্রের খবর, পাখিরালয়ে মোট চারটি জেটিঘাট। তার মধ্যে একটি ভেঙে পড়ায় পর্যটনের মরসুমে সমস্যা হবে বলে জানান পর্যটন ব্যবসায়ীরা।

বিপত্তি: কবে সারানো হবে এই জেটি, উঠছে প্রশ্ন। নিজস্ব চিত্র

বিপত্তি: কবে সারানো হবে এই জেটি, উঠছে প্রশ্ন। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ভাঙড় শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৯ ০১:৫৮
Share: Save:

বুলবুলের তাণ্ডবের পরে ভেঙে পড়ল জেটিঘাট। মঙ্গলবার সন্ধ্যায় গোসাবা ব্লকের পাখিরালয়ে একটি জেটিঘাট ভেঙে পড়ে। বেশ কয়েক বছর আগে পাখিরালয়ে জয়েন্ট ফরেস্ট মানেজমেন্ট কমিটি বা জেএফএমসি ওই জেটিঘাটটি তৈরি করেছিল। স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে কমজোরি হয়ে পড়ে জেটি। বুলবুলের ধাক্কায় তা আরও দুর্বল হয়ে পড়ে। এ দিন সন্ধ্যায় হুড়মুড়িয়ে ভেঙে যায়।

স্থানীয় সূত্রের খবর, পাখিরালয়ে মোট চারটি জেটিঘাট। তার মধ্যে একটি ভেঙে পড়ায় পর্যটনের মরসুমে সমস্যা হবে বলে জানান পর্যটন ব্যবসায়ীরা। সুন্দরবনের অন্যতম প্রবেশদ্বার এই পাখিরালয়। অনেক পর্যটক সড়কপথে গদখালি এসে সেখান থেকে নদী পেরিয়ে আবার সড়কপথে ধরে বা সরাসরি নদীপথেই পাখিরালয় ঘাটে পৌঁছন। সেখান থেকে লঞ্চে শুরু হয় সুন্দরবন ভ্রমণ। পাখিরালয়ে পর্যটকদের থাকার জন্য বহু সরকারি ও বেসরকারি লজ, হোটেল রয়েছে। বহু পর্যটক সুন্দরবন ভ্রমণে এসে ওই সব হোটেল, লজগুলিতে ওঠেন। পাখিরালয় ঘাট হয়েই যাতায়াত করেন অনেকে। স্থানীয় মানুষ ও পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা জানান, একে বুলবুলের জন্য ক্ষতি। তার উপরে জেটি ভেঙে পড়ায় পর্যচটনে সমস্যা হবে। অবিলম্বে ঘাট সংস্কারের দাবি তুলেছেন তাঁরা। বুধবার গোসাবার বিডিওকে এ নিয়ে স্মারকলিপিও দেয় স্থানীয় একটি সংগঠন। তার সভাপতি কুমারেশ বিশ্বাস বলেন, ‘‘আমরা চাই দ্রুত ওই জেটিঘাটটি মেরামতের ব্যবস্থা করা হোক। আর কয়েক দিন পর থেকেই সুন্দরবনে ভিড় জমাবেন দেশি-বিদেশি পর্যটকেরা। জেটিঘাটের সংস্কার না হলে পর্যটকেরা সমস্যায় পড়বেন।’’ একই কথা জানিয়েছেন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত স্থানীয় ব্যবসায়ী রামপদ মণ্ডল।

বিডিও সৌরভ মিত্র বলেন, ‘‘ওই এলাকায় একটি জেটিঘাট ভেঙে পড়েছে বলে খবর পেয়েছি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেই মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gosaba Ferighat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE