Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Gaighata

১৫টি মোবাইল-সহ ২ চোর গ্রেফতার গাইঘাটায়

পুলিশ সূত্রে খবর, চুরি যাওয়া মোবাইলে সিমকার্ড লাগাতেই তার টাওয়ার লোকেশন চিহ্নিত করা হয়।

ধৃত দুই চোর। নিজস্ব চিত্র।

ধৃত দুই চোর। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গাইঘাটা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২০ ১৭:৪৯
Share: Save:

দুই মোবাইল চোরকে শনিবার গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ। গত মাসে ওই থানার গোপালপুর বাজারে একটি মোবাইলের দোকানে চুরির অভিযোগ ওঠে। অভিযোগ, দোকানের তালা ভেঙে বেশ কয়েকটি মোবাইল চুরি হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, চুরি যাওয়া মোবাইলে সিমকার্ড লাগাতেই তার টাওয়ার লোকেশন চিহ্নিত করা হয়। সেই সূত্র ধরেই হাতের নাগালে আসে দুই চোর। শাসন থানার গোলাবাড়ি এলাকা থেকে শুক্রবার রাতে সূরাপ মণ্ডল এবং ইসরাফিল মন্ডলকে গ্রেফতার করে পুলিশ। তাদের বাড়ি বনগাঁ মহকুমার গোপালনগর থানা এলাকায়।

পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া ১৫টি মোবাইল উদ্ধার হয়েছে। তাদের বিরুদ্ধে গোপালনগর থানায় পুরনো চুরির অভিযোগ রয়েছে। ধৃতদের বনগাঁ আদালতে পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gaighata Theft
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE