Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Girl

প্রেমের টানে বাংলাদেশ থেকে পালিয়ে এ দেশে নাবালিকা 

দুই কিশোর-কিশোরী এ দেশে পালিয়ে আসে। দালাল ধরে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে চোরাপথে এ দেশে আসে ২৪ অগস্ট। বাংলাদেশের মন্দিরে বিয়েও করেছিল বলে জানিয়েছে দু’জন।

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

নিজস্ব সংবাদদাতা
হাবড়া শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২০ ০৩:২০
Share: Save:

প্রেমিকের হাত ধরে চোরাপথে বাংলাদেশ থেকে এ দেশে পালিয়ে এসেছিল সতেরো বছরের এক নাবালিকা। নাবালক প্রেমিকের সঙ্গে তার বিয়েও হয়েছিল। সংসার শুরু করেছিল দু'জনে। তবে শেষরক্ষা হল না। নাবালিকার বিয়ে এ দেশে বেআইনি। খবর পেয়ে পুলিশ শ্বশুরবাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে হোমে পাঠিয়েছে। নাবালক প্রেমিককেও জুভেনাইল আদালতে তোলা হয়েছে।শুক্রবার ঘটনাটি ঘটেছে হাবড়া থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, সতেরো বছরের ছেলেটি লকডাউনের আগে বাংলাদেশের খুলনা জেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। দালাল ধরে চোরাপথে গিয়েছিল। তার বাড়ি হাবড়া শহরে। বাংলাদেশে ছেলেটির আত্মীয় বাড়ির কাছেই মেয়েটির বাড়ি। সেই সূত্রে দু’জনের পরিচয় হয়। ঘনিষ্ঠতা গড়ে ওঠে। নাবালিকার পরিবার দু’জনের সম্পর্ক জানতে পারে। তাঁরা আপত্তি জানান।

দুই কিশোর-কিশোরী এ দেশে পালিয়ে আসে। দালাল ধরে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে চোরাপথে এ দেশে আসে ২৪ অগস্ট। বাংলাদেশের মন্দিরে বিয়েও করেছিল বলে জানিয়েছে দু’জন। হাবড়ার বাড়িতে এসে সংসার শুরু করে তারা। নাবালক ছেলেটি সেলাইয়ের কাজ করে। পাড়া-প্রতিবেশীদের মেয়েটিকে দেখে সন্দেহ হয়। আঠারো বছর হয়নি বলেই তাঁদের মনে হয়েছিল। স্থানীয় এক জনপ্রতিনিধির মাধ্যমে হাবড়া থানার আইসি গৌতম মিত্রের কাছে খবর পৌঁছয়। চাইল্ড লাইনও খবর পায়। চাইল্ড থানায় অভিযোগ করে। পুলিশ শুক্রবার ছেলেমেয়ে দু’টিকে থানায় নিয়ে আসে। নাবালকের বিরুদ্ধে নাবালিকা বিয়ে এবং তাকে অপহরণের মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শুক্রবার চাইল্ড লাইনের মাধ্যমে নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে তোলা হয়। কমিটি তাকে হোমে পাঠিয়েছে। শনিবার ছেলেটিকে জুভেনাইল আদালতে তোলা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangladesh Girl Love
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE