Advertisement
২৪ এপ্রিল ২০২৪

সোদপুর লেভেল ক্রসিংয়ে গাড়ি আটকে বন্ধ ট্রেন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর সাড়ে ১২টা নাগাদ আপ রানাঘাট লোকাল আগরপাড়া স্টেশন ছেড়ে সোদপুর স্টেশনে ঢুকছিল।

অবরুদ্ধ: রেললাইনের উপরেই আটকে মালবাহী গাড়িটি। বৃহস্পতিবার, সোদপুরে। নিজস্ব চিত্র

অবরুদ্ধ: রেললাইনের উপরেই আটকে মালবাহী গাড়িটি। বৃহস্পতিবার, সোদপুরে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৮ ০২:০৯
Share: Save:

লেভেল ক্রসিং খোলা। আপ লাইনে আসছে রানাঘাট লোকাল। কিন্তু লাইনের উপরে একটি চালক-খালাসিবিহীন মালবাহী গাড়ি দাঁড়িয়ে থাকায় বন্ধ করা যাচ্ছে না লেভেল ক্রসিং গেট। শেষ পর্যন্ত আটকে দেওয়া হয় ১২ বগির ট্রেনটি। সোদপুরের ৬ নম্বর রেলগেটের ঘটনা। এর জেরে বৃহস্পতিবার দুপুরে শিয়ালদহ মেন শাখার আপ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। দুর্ভোগে পড়েন যাত্রীরা। রেল পুলিশ জানিয়েছে, সিমেন্ট বোঝাই মালবাহী গাড়িটিকে আটক করা হয়েছে। এ দিন রাত পর্যন্ত তার চালক ও খালাসির খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর সাড়ে ১২টা নাগাদ আপ রানাঘাট লোকাল আগরপাড়া স্টেশন ছেড়ে সোদপুর স্টেশনে ঢুকছিল। ট্রেন ঢোকার আগের মুহূর্তে লেভেল ক্রসিং গেট বন্ধ করার তোড়জো়ড় চলছিল। তা দেখে একটি মালবাহী গাড়ি দ্রুত লাইন পেরোনোর চেষ্টা করে। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটির পিছনের বাঁ দিকের চাকা একটি গর্তে পড়ে যায়। বেগতিক বুঝে চালক ও খালাসি গা়ড়িটি ছেড়ে পালান।

এ দিকে গেট খোলা থাকায় অন্য যানবাহন লাইন পারাপার করতে থাকে। অথচ রানাঘাট লোকালটি লেভেল ক্রসিংয়ের খুব কাছে এসে পড়ে। বিপদ আঁচ করে রেলকর্মীরা ট্রেনটিকে থামিয়ে দেন। কিন্তু দীর্ঘক্ষণ মালবাহী গাড়িটিকে তোলার ব্যবস্থা করা যায়নি। ফলে আপ লাইনে পরপর স্টেশনে ট্রেন দাঁড়িয়ে যায়। পরিস্থিতি সামলাতে আসেন আরপিএফ জওয়ানেরা। লেভেল ক্রসিং বন্ধ করে ডাউন লাইন এবং দ্বিতীয় আপ লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। ঘণ্টা দেড়েক পরে ক্রেনের সাহায্যে মালবাহী গাড়িটিকে তোলা হলে ওই লাইনে ট্রেন চলাচল শুরু হয়। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, ‘‘ওই ঘটনার জন্য ওই শাখায় পরিষেবা বিঘ্নিত হয়নি। কেবলমাত্র একটি ট্রেনকেই দাঁড় করিয়ে রাখা হয়েছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Goods Truck rail Line Sodepur Train
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE