Advertisement
২৪ এপ্রিল ২০২৪

প্রধান শিক্ষককে মারধর, অভিযুক্ত স্কুলের সম্পাদক

প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠল ওই স্কুলেরই তৃণমূল পরিচালিত পরিচালন সমিতির সম্পাদকের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঘুটিয়ারিশরিফের নারায়ণপুর সিনিয়র মাদ্রাসায়। পুলিশ জানিয়েছে, ওই স্কুলের প্রধান শিক্ষক ইউসুফ আলি মোল্লার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত সম্পাদক সইদুল লস্করের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জখম ইউসুফ আলি মোল্লা। —নিজস্ব চিত্র।

জখম ইউসুফ আলি মোল্লা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ক্যানিং শেষ আপডেট: ০১ মে ২০১৫ ০৩:০৬
Share: Save:

প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠল ওই স্কুলেরই তৃণমূল পরিচালিত পরিচালন সমিতির সম্পাদকের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঘুটিয়ারিশরিফের নারায়ণপুর সিনিয়র মাদ্রাসায়। পুলিশ জানিয়েছে, ওই স্কুলের প্রধান শিক্ষক ইউসুফ আলি মোল্লার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত সম্পাদক সইদুল লস্করের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে মাদ্রাসায় প্রধান শিক্ষকের ঘরে ঢুকে সইদুল স্কুলের ব্যাঙ্কের চেক বই, পাশ বই ও নোট বুক দাবি করেন। প্রধান শিক্ষক সেগুলি তাঁকে দিতে না চাওয়ায় বচসা বাধে। ইউসুফ জানান, সম্পাদকের কাছে এই সমস্ত ব্যাঙ্কের বই থাকার কথা নয়। এরপরেই সইদুল প্রধান শিক্ষককে মারধর করেন বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় প্রধান শিক্ষককে ঘুটিয়ারিশরিফ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

ক্যানিং ব্লক তৃণমূল সভাপতি সওকত মোল্লা বলেন, ‘‘শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে প্রধান শিক্ষককে যে মারধর করে, তাকে কোনও ভাবে সমর্থন কর যায় না। আমাদের দলে এ ধরনের লোকের কোনও জায়গা নেই। পুলিশকে বলেছি, উপযুক্ত ব্যবস্থা নিতে।’’ ওই সম্পাদকের সঙ্গে অবশ্য কোনও ভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE