Advertisement
২৬ এপ্রিল ২০২৪

নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ

উত্তর ২৪ পরগনার আমডাঙা ব্লকের তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনে শান্তি বজায় রাখতে পুলিশকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৮ ০১:২৮
Share: Save:

উত্তর ২৪ পরগনার আমডাঙা ব্লকের তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনে শান্তি বজায় রাখতে পুলিশকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী। মঙ্গলবার বিচারপতি নির্দেশ দেন, ওই গ্রাম পঞ্চায়েতের বিজয়ীদের শারীরিক ক্ষতি যাতে না হয়, তা সুনিশ্চিত করতে। আজ, বুধবার ওই পঞ্চায়েতের বোর্ড গঠন হওয়ার কথা।

এমনিতেই এই জেলার দেগঙ্গা-সহ কিছু এলাকায় বিজেপি, বাম ও কংগ্রেস অভিযোগ তুলেছে, তৃণমূল ভয় দেখিয়ে তাদের সদস্যদের নিজেদের দলে টেনে নিচ্ছে। বোর্ড গঠন ঘিরে শাসকদলের কোন্দলও সামনে এসেছে। আমডাঙাতেই বিজেপি-র জয়ী সদস্যকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতারের অভিযোগও তুলেছেন বিরোধীরা।

তাই বোর্ড গঠন যাতে শান্তিপূর্ণ হয় তা নিশ্চিত করার আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেন বিরোধী শিবিরের দশ জয়ী প্রার্থী। আবেদনে তাঁরা জানান, বা়ড়িতে দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে। বোর্ড গঠনে অংশ নিতে তাঁদের বাধা দেওয়ার আশঙ্কাও করেন তাঁরা। অভিযোগ, প্রধান ও উপপ্রধান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে হুমকিও দেওয়া হচ্ছে।

প্রার্থীদের আইনজীবী রবিলাল মৈত্র আদালতে আবেদন জানান, তাঁর মক্কেলদের ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থা করুক রাজ্য। সরকারি কৌঁসুলি শুভব্রত দত্ত আদালতে জানান, ব্যক্তিগত নিরাপত্তা পেতে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের কাছে আবেদন জানাতে হয়। কী কারণে ব্যক্তিগত নিরাপত্তা চাওয়া হচ্ছে, তা-ও জানাতে হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Political Violence Amdanga Kolkata Highcourt
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE