Advertisement
১৯ এপ্রিল ২০২৪

‘দিদিকে বলো’ কর্মসূচি তৃণমূলের

দেবেশ বলেন, ‘‘এখন থেকে মানুষ নিজের কথা নিজেই দিদিকে (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) জানাতে পারবেন। আমরা মানুষের সমস্যার প্রতিকারের চেষ্টা করব। না পারলে দিদি করবেন।’’

হাতে-হাতে: দেওয়া হচ্ছে কার্ড

হাতে-হাতে: দেওয়া হচ্ছে কার্ড

নিজস্ব সংবাদদাতা 
বসিরহাট শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৯ ০১:৩৬
Share: Save:

বসিরহাটে শুরু হল ‘দিদিকে বলো’ কর্মসূচি। বুধবার দুপুর সুন্দরবনের প্রত্যন্ত হিঙ্গলগঞ্জের মামুদপুর গ্রামে স্থানীয় বিধায়ক দেবেশ মণ্ডল, তৃণমূলের ব্লক সভাপতি সহিদুল্লা গাজি-সহ অন্যদের উপস্থিতিতে সাংবাদিক বৈঠক করা হয়। পরে বহু মানুষের হাতে তুলে দেওয়া হয় ‘দিদিকে বলো’ কার্ড। অভাব-অভিযোগ জানাতে সেখানে বিশেষ ফোন নম্বর, ইমেল আইডি দেওয়া হয়েছে।

দেবেশ বলেন, ‘‘এখন থেকে মানুষ নিজের কথা নিজেই দিদিকে (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) জানাতে পারবেন। আমরা মানুষের সমস্যার প্রতিকারের চেষ্টা করব। না পারলে দিদি করবেন।’’ ২ অগস্ট গ্রামে গিয়ে মূল কাজ করা হবে বলে জানিয়েছেন নেতারা। বৈঠক শেষে বিধায়ক ও ব্লক তৃণমূল সভাপতিকে দেখা যায়, রাস্তায় টোটো, বাইক, অটো থামিয়ে যাত্রীদের হাতে কার্ড তুলে দিচ্ছেন।

এক মহিলা বলেন, ‘‘আমার একটা সমস্যার কথা বারবার ব্লক অফিসে জানাচ্ছি। কোনও লাভ হচ্ছে না। দিদির দেওয়া কার্ড পেয়ে দেখি এ বার কী হয়।’’ বসিরহাট দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাস, মিনাখাঁর বিধায়ক উষারানি মণ্ডল, স্বরূপনগরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি বীণা মণ্ডলও এ দিন একই বিষয়ে সাংবাদিক বৈঠক করেছেন। এ দিন হাবড়ায় ‘দিদিকে বলো’ কর্মসূচি নিয়ে বৈঠক করেন দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডল, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও। ছবি: নির্মল বসু

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Hingalganj MLA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE