
সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে
বসিরহাটে ধসল বাড়ি

বৃষ্টিতে ভেঙে পড়ল দোতলা বাড়ির একটা অংশ। সোমবার দুপুরে এই ঘটনাটি ঘটে বসিরহাটের পুরাতন বাজার এলাকায় ইটিন্ডা রাস্তার পাশে। ওই এলাকায় রাস্তার দু’পাশ দিয়ে সারি সারি দোকান রয়েছে। দেখভালের অভাবে একটি বাড়ির অবস্থা খারাপ ছিল। প্রায়ই সেখান থেকে পলেস্তারা, ইট খসে নীচে পড়ছিল বলে জানিয়েছেন স্থানীয় মানুষজন।
এ দিন দুপুরে বৃষ্টির সময়ে বাড়িটির একটি অংশ থেকে বড় বড় চাঙড় খসে নীচে রাস্তার উপরে পড়ে। বিষয়টি পুর কর্তৃপক্ষকে দেখার দাবি তুলেছেন ব্যবসায়ীরা। অন্য একটি ঘটনায়, স্বরূপনগরের তেঁতুলিয়ায় খালধারে একটি দোতলা বাড়ির পিছনের অংশ ভেঙে পড়ল রবিবার। বাড়িটি হেলছে দেখে নীচে থাকা ডাক্তারখানার মালিক দ্রুত ঘর থেকে বেরিয়ে যান। তাঁর মাথায় ইটের চাঙড় ভেঙে পড়ে আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে যায়।
আরও খবর
বাছাই খবর