Advertisement
১৬ এপ্রিল ২০২৪

দিল্লির দল এসে ঠিক করবে সেতুর ভাগ্য 

দিল্লির পর্যবেক্ষক দলের উপর বসিরহাটের ইছামতী সেতুর ভবিষ্যৎ ঝুলে রইল। চার দিন আগে বছর সতেরোর সেতুটির মাঝের পিলারে একটি ফাটল দেখা গিয়েছিল।

পরিদর্শন: এই সেতু সংস্কার করা হবে। —নিজস্ব চিত্র।

পরিদর্শন: এই সেতু সংস্কার করা হবে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
বসিরহাট শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৮:২০
Share: Save:

দিল্লির পর্যবেক্ষক দলের উপর বসিরহাটের ইছামতী সেতুর ভবিষ্যৎ ঝুলে রইল। চার দিন আগে বছর সতেরোর সেতুটির মাঝের পিলারে একটি ফাটল দেখা গিয়েছিল। সেতুর উপর দিয়ে তাই পণ্যবাহী লরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পূর্ত ও পূর্ত সড়ক দফতরের মহকুমা আধিকারিক রানা তারণ বলেছিলেন, ‘‘পিলারের গার্ডারের তলায় ফাটল ধরেছে। বোঝা যাচ্ছে না, বেয়ারিং না গাডার্রের তলার পেডেস্টাল ভেঙেছে।’’

মঙ্গলবার বিকেলে পূর্ত ও পূর্ত সড়ক দফতরের বারাসত হাইওয়ে ডিভিশন ১ নির্বাহী বাস্তুকার কনকেন্দু সিংহ-সহ একটি বিশেষজ্ঞ দল ‘মোবাইল ব্রিজ ইন্সপেকশন ইউনিট’ নিয়ে প্রথমে হাড়োয়া সেতু পরে ইছামতী সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে। দলটিতে ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাস, সেতু বিশেষজ্ঞ ভাস্কর সাহা প্রমুখ। কনকেন্দু বলেন, ‘‘খুব তাড়াতাড়ি বসিরহাট ও হাড়োয়া সেতুতে মেরামতির কাজ শুরু হবে।’’

দীপেন্দু বলেন, ‘‘একটি পিলার থেকে চাঙড় খসে পড়েছে। বুধবার দিল্লি থেকে সেতু বিশেষজ্ঞ একটি দল বসিরহাটে আসবে। তার পরেই বলা সম্ভব, কবে সেতু মেরামতির কাজ শুরু হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE