Advertisement
১৮ এপ্রিল ২০২৪

স্কুলে ক্যারাটে প্রশিক্ষণ, উৎসাহ বাড়ছে ছাত্রীদের

প্রশিক্ষণ: বসিরহাটে স্কুলে স্কুলে চলছে ক্যারাটে। নিজস্ব চিত্র

প্রশিক্ষণ: বসিরহাটে স্কুলে স্কুলে চলছে ক্যারাটে। নিজস্ব চিত্র

নির্মল বসু
বসিরহাট শেষ আপডেট: ২৭ মে ২০১৮ ০০:১৪
Share: Save:

নারী নির্যাতনের ঘটনা দিন দিন বাড়ছে। শিশু থেকে বৃদ্ধা— দুষ্কৃতীদের হাতে নানা ভাবে আক্রমণের শিকার হচ্ছে। তাই মহিলাদের আত্মরক্ষায় স্বনির্ভর করে তুলতে রাজ্য সরকারের উদ্যোগে স্কুলে স্কুলে শুরু হয়েছে ক্যারাটে প্রশিক্ষণ।

মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি থেকে বসিরহাট ১ ব্লকের বিভিন্ন স্কুলে শুরু হয় এই ক্যারাটে প্রশিক্ষণ। প্রথম পর্যায়ে সপ্তাহে দু’দিন করে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে বসিরহাটের শিবহাটি হাইস্কুল এবং ইটিন্ডা ইউনিয়ন হাইস্কুলে প্রশিক্ষণ শুরু হয়েছে। একজন প্রশিক্ষককে আপাতত দু’তিনটি স্কুলের দায়িত্ব দেওয়া হয়েছে।

ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে কিশোরীদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যাচ্ছে। অনেকেই নাম নথিভুক্ত করাচ্ছে। স্কুলের শিক্ষক-শিক্ষিকারা জানান, এলাকায় এমন অনেক গ্রাম আছে যেখান থেকে মেয়েদের সাত-আট কিলোমিটার পথ পেরিয়ে স্কুলে আসতে হয়। মাঝে অনেকটা ফাঁকা এলাকা। সেখানে মেয়েরা বিপদে পড়লে তা প্রতিহত করতে ক্যারাটে জরুরি হাতিয়ার হতে পারে।

কিন্তু হাতে গোনা কয়েক দিনের প্রশিক্ষণ কি আত্মরক্ষায় কোনও কাজে আসবে?

বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। পরে যাতে লাগাতার প্রশিক্ষণ পায় ছাত্রীরা, সে কথা চিন্তা করছেন শিক্ষকেরাও। শিবহাটি হাইস্কুলের প্রধান শিক্ষক নিতাই দত্ত বলেন, ‘‘আপাতত কন্যাশ্রী প্রকল্পে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীরা ১৫ দিন ক্যারাটে ক্লাস করছে। সর্বশিক্ষা দফতর থেকে ওরা আরও ৪৫ দিন ক্যারাটে শেখার সুযোগ পাবে।’’ এর পরেও ছাত্রীরা উৎসাহ দেখালে স্কুলের পরিচালন কমিটির সঙ্গে আলোচনা করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান প্রধান শিক্ষক।

অভিজ্ঞতা বলতে গিয়ে দশম শ্রেণির ছাত্রী পারমিতা চক্রবর্তী বলে, ‘‘কয়েক মাস আগে স্কুল শেষে টিউশন নিয়ে রাত আটটা নাগাদ সাইকেলে বাড়ি ফিরছিলাম। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় লোডশেডিং হয়ে গিয়েছিল। পথ আটকায় বাইক-আরোহী কয়েকটি ছেলে। কোথায় গিয়েছিলাম, কেন এত রাতে বাড়ি ফিরছি— এ সব জিজ্ঞাসা করে তারা। ভয় পেয়ে যাই। ওই সময়ে পথচলতি কয়েকজন এসে পড়ায় ওরা চলে যায়।’’

সোনালি পারভিনের কথায়, ‘‘স্কুলের পথে নানা অছিলায় ছেলেরা বিরক্ত করত। এখন ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছি জানতে পারায় তারা যেন একটু সমঝে চলে। আমরাও খানিকটা আত্মবিশ্বাস পেয়েছি।’’

বসিরহাট ১ বিডিও সৌরভ মিত্র বলেন, ‘‘ছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে আপাতত দু’টি স্কুলে ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ছাত্রীরা যাতে আত্মরক্ষায় সক্ষম হয়, সে জন্য এই বছরের মধ্যে বসিরহাটের বাকি সব স্কুলেও এই প্রশিক্ষণে‌র ব্যবস্থা করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Karate training Basirhat Students
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE