Advertisement
১৯ এপ্রিল ২০২৪
bank robbery

আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাঙ্ক-ডাকাতি, লুট লক্ষাধিক টাকা

পুলিশ সূত্রের খবর, এ দিন বিকেল সাড়ে ৩টে নাগাদ দু’টি মোটরবাইকে চেপে পাঁচ জন দুষ্কৃতী ওই ব্যাঙ্কে আসে। ব্যাঙ্কের প্রবেশপথে কর্তব্যরত নিরাপত্তারক্ষীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাঁকে ব্যাঙ্কের ভিতরে নিয়ে যায়। এর পরে একে একে ব্যাঙ্কের কর্মচারীদেরও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায়।

ডাকাতির পরে ব্যাঙ্কের মেঝেয় পড়ে কম্পিউটারের ভাঙা অংশ। শনিবার। নিজস্ব চিত্র।

ডাকাতির পরে ব্যাঙ্কের মেঝেয় পড়ে কম্পিউটারের ভাঙা অংশ। শনিবার। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২০ ০৪:৩০
Share: Save:

দিনেদুপুরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে লক্ষাধিক টাকা লুট করে চম্পট দিল দুষ্কৃতীর দল। শনিবার বিকেলে, বারুইপুর থানা এলাকার চম্পাহাটির ঘটনা। ‌
পুলিশ সূত্রের খবর, এ দিন বিকেল সাড়ে ৩টে নাগাদ দু’টি মোটরবাইকে চেপে পাঁচ জন দুষ্কৃতী ওই ব্যাঙ্কে আসে। ব্যাঙ্কের প্রবেশপথে কর্তব্যরত নিরাপত্তারক্ষীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাঁকে ব্যাঙ্কের ভিতরে নিয়ে যায়। এর পরে একে একে ব্যাঙ্কের কর্মচারীদেরও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায়। সে সময়ে কর্মচারীরা ছাড়া বাইরের কেউ ছিলেন না। এর পরে ক্যাশিয়ারের থেকে চাবি নিয়ে দুষ্কৃতীরা ব্যাঙ্কের ভল্ট খোলে এবং সেখান থেকে প্রায় ২৬ লক্ষ টাকা নিয়ে নিজেদের তিন-চারটি ব্যাগে ভরে নেয়। ওই দলের দুই দুষ্কৃতী যখন ভল্ট থেকে টাকা বার করার কাজ করছিল, তখন বাকি তিন জন ব্যাঙ্কের ম্যানেজার ও নিরাপত্তারক্ষীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে রেখেছিল। এর পরে ব্যাঙ্কের সিসি ক্যােমরা ভেঙে দেয় তারা। ভাঙচুর করে কম্পিউটারও। ওই ব্যাঙ্কের এক নিরাপত্তাকর্মী বলেন, ‘‘১৫ মিনিটের মধ্যে লুটপাট চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ওরা মুখে কালো মুখোশ পরেছিল এবং বাংলায় কথা বলছিল।’’
ঘটনার পরে বারুইপুরের পুলিশ কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনারপুর, বারুইপুর, ভাঙড়-সহ আশপাশের সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার ইন্দ্রজিৎ বসু বলেন, ‘‘রাস্তায় পুলিশের নাকাতল্লাশি শুরু হয়েছে। নিরাপত্তারক্ষী ও ব্যাঙ্ককর্মীদের থেকে পাওয়া বিবরণ অনুযায়ী দুষ্কৃতীদের চেহারার বর্ণনাও জানানো হয়েছে সব অফিসারকে। তল্লাশি অভিযান চলছে।’’ এক পুলিশ অফিসার বলেন, ‘‘কোনও পেশাদার ডাকাতের দল এই ঘটনা ঘটিয়েছে। সব রকম প্রমাণ লোপাটের ব্যবস্থা করে গিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bank Robbery Baruipur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE