Advertisement
১৬ এপ্রিল ২০২৪

মৃণালকান্তির বিরুদ্ধে পোস্টার পড়ল হাবড়ায়

বিজেপি বারাসত লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে হাবড়ার জমিদারবাড়ি গেট এলাকার বাসিন্দা চিকিৎসক মৃণালকান্তিকে।

এই পোস্টার ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। ছবি: সুজিত দুয়ারি

এই পোস্টার ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। ছবি: সুজিত দুয়ারি

নিজস্ব সংবাদদাতা
হাবড়া শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ০১:০৯
Share: Save:

বসিরহাটের পরে বারাসতেও বিজেপি প্রার্থীকে নিয়ে প্রকাশ্যে এল দলীয় কোন্দল। বিজেপি প্রার্থী মৃণালকান্তি দেবনাথের বিরোধিতা করে এলাকায় পোস্টার পড়ল। জেলা বিজেপি নেতৃত্বের অবশ্য দাবি, গোটাটাই তৃণমূলের চক্রান্ত।

বিজেপি বারাসত লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে হাবড়ার জমিদারবাড়ি গেট এলাকার বাসিন্দা চিকিৎসক মৃণালকান্তিকে। দলের কর্মী-সমর্থকেরা দাবি করেছিলেন, তৃণমূল প্রার্থী তথা বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদারের বিরুদ্ধে দল কোনও পরিচিত মুখকে প্রার্থী করুক। তাঁদের দাবি, হাবড়া ছাড়া বারাসত লোকসভা কেন্দ্রের বাকি ৬টি বিধানসভা এলাকার মানুষ প্রার্থীকে চেনেনই না। বিজেপি সূত্রে জানা গিয়েছে, মৃণালকান্তি কর্মসূত্রে জীবনের বেশির ভাগ সময়ে বিদেশে ছিলেন। ২০১৬ সাল থেকে তিনি হাবড়ায় বসবাস শুরু করেছেন। বছর দু’য়েক আগে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সহ-সভাপতি ছিলেন। কিন্তু দলীয় কর্মকাণ্ডে ঠিক মতো সময় দিতে না পারায় তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। যদিও মৃণালের দাবি, পেশাগত কারণে তিনি নিজেই পদ থেকে সরে যান।

সোমবার সকাল থেকে হাবড়া স্টেশন, শ্রীনগর রেলগেট-সহ কয়েকটি এলাকায় দেখা গেল, মৃণালকান্তির বিরোধিতা করে পোস্টার টাঙানো হয়েছে। ওই সব পোস্টার ঘিরে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। পোস্টারে লেখা, ‘‘বিজেপির দলীয় কর্মী না হলে ভোট এ বার নোটায়।’’ মৃণালকান্তির ছবি দেওয়া পোস্টারে আপত্তিকর শব্দও লেখা হয়েছে। প্রার্থীর ছবিটি লাল কালি দিয়ে কাটা চিহ্ন দেওয়া হয়েছে। রয়েছে বিজেপির প্রতীক। নীচে লেখা ‘‘প্রদীপ বন্দ্যোপাধ্যায় (জেলা সভাপতি) জিন্দাবাদ।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

এ বিষয়ে মৃণালকান্তি বলেন, ‘‘এটা তৃণমূলের কারসাজি। নোংরা কথাবার্তার উত্তর দিতে আমার রুচিতে বাধে।’’

হাবড়ার বাসিন্দা তথা বিজেপির জেলা সহ-সভাপতি বিপ্লব হালদার বলেন, ‘‘রাজ্যের বিভিন্ন এলাকায় একই ধরনের বিজ্ঞাপন লাগানো হয়েছে। তৃণমূল কর্মীরা এই চক্রান্ত করছেন। আমাদের মধ্যে কোনও কোন্দল নেই। বিজেপির কেউ এমন কাজ করতে পারেন না।’’

প্রদীপকে প্রার্থী করার জন্যও এ দিন পোস্টার দেখা গিয়েছে এলাকায়। তিনি অবশ্য বলেন, ‘‘উদ্দেশ্যপ্রনোদিত ভাবে শাসক দলের লোকজন এ সব করছে। যাঁকে প্রার্থী করা হয়েছে, তিনি যথেষ্ট যোগ্য। গোটা লোকসভার বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে এ নিয়ে কোনও বিরোধ নেই।’’

অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘কাকলি ঘোষদস্তিদারকে আমরা আড়াই লক্ষ ভোটের ব্যবধানে জয়ী করার লক্ষ্যমাত্রা নিয়েছি। বিজেপি বা তাদের প্রার্থীকে নিয়ে খরচ করার মতো সময় আমাদের নেই। ওটা ওদের নিজেদের ঝামেলা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE