Advertisement
১৬ এপ্রিল ২০২৪

একই কাজে বার বার খরচ কমাতে পরামর্শ

মঙ্গলবার ব্যারাকপুরে অনুষ্ঠিত উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই রাস্তা বারবার কাটা এবং তা ঘিরে অর্থ ব্যয় কমাতে পরামর্শ দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ মে ২০১৭ ০২:৫০
Share: Save:

জল, নিকাশি, বৈদ্যুতিক লাইন-সহ বিভিন্ন কাজের জন্যে তৈরি রাস্তা বারবার কাটতে হয়। ফের সেই রাস্তা মেরামত করা হয়। ফলে একই রাস্তার কাজে খরচ বাড়ে প্রশাসনের।

মঙ্গলবার ব্যারাকপুরে অনুষ্ঠিত উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই রাস্তা বারবার কাটা এবং তা ঘিরে অর্থ ব্যয় কমাতে পরামর্শ দিয়েছেন। এ দিনের বৈঠকে এ প্রসঙ্গে বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্ত জানান, কাউন্সিলরদের বৈঠকে এ বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছে বিধাননগর পুর প্রশাসন। পুর এলাকায় মাটির নীচ দিয়ে মাইক্রো টানেলিং পদ্ধতিতে জল, বিদ্যুৎ, কেবলের-লাইন নিয়ে যাওয়া হবে। যদিও পরিকল্পনার বাস্তবায়ন ঘিরে উঠছে দু’টি প্রশ্ন। একটি, ব্যয়বহুল প্রকল্পের খরচ সকলের পক্ষে বহন করা সম্ভব হবে কি না। পুরসভার একাংশের মতে, কেবল তার থেকে পাইপলাইন সব মাটির নীচ দিয়ে নিয়ে যেতে বিপুল খরচ হবে। সেই খরচ বহন করা সম্ভব না হতেই পারে। অন্যটি, প্রকল্প কত দিনে কার্যকর হবে। বিধাননগর পুরসভা সূত্রের খবর, মাইক্রো টানেলিং নিয়ে খসড়া প্রস্তাব তৈরি করে রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। প্রকল্পের খরচ প্রসঙ্গে মেয়র জানান, এই প্রকল্পের জন্য বিনিয়োগকারীদের আহ্বান করার কথা চিন্তাভাবনা করছে পুরসভা। তার ফলে পুরসভার ঘাড়ে বিপুল খরচের বোঝা পড়বে না। উপরন্তু সঞ্চয় এবং আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে। বাসিন্দাদের একাংশের বক্তব্য, পরিশ্রুত পানীয় জলের কাজে বিভিন্ন ওয়ার্ডে রাস্তা খুঁড়ে পাইপলাইন পাতা হচ্ছে। ছোট রাস্তা দিয়ে হাঁটাচলা কষ্টকর উঠেছে। মাইক্রো টানেলিং পদ্ধতিতে কাজ হলে দুর্ভোগ কমবে। মেয়র বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বারবার রাস্তা কাটার বদলে ভূগর্ভ ব্যবহারের পরামর্শ দিয়েছেন। পুরসভা সে কাজে উদ্যোগী। প্রকল্পের খসড়া তৈরির কাজ দ্রুত শুরু হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Cost Reduce Government Works
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE