Advertisement
১৮ এপ্রিল ২০২৪

জলমগ্ন নারায়ণগঞ্জ

কোটালের জলের চাপে বাঁধ ভেঙে জলমগ্ন হল নামখানার উত্তর নারায়ণগঞ্জ। সোমবার রাত থেকে প্রায় দেড়শো মিটার বাঁধ ভেঙে বেশ কয়েক বিঘে চাষের জমি নোনা জলে প্লাবিত হয়েছে। তবে বাড়ি ঘরে জল ঢোকেনি। কাউকে এলাকা থেকে সরাতেও হয়নি বলে জানিয়েছেন নামখানার বিডিও রাজীব আহমেদ।

নিজস্ব সংবাদদাতা
নামখানা শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৬ ০১:২৫
Share: Save:

কোটালের জলের চাপে বাঁধ ভেঙে জলমগ্ন হল নামখানার উত্তর নারায়ণগঞ্জ। সোমবার রাত থেকে প্রায় দেড়শো মিটার বাঁধ ভেঙে বেশ কয়েক বিঘে চাষের জমি নোনা জলে প্লাবিত হয়েছে। তবে বাড়ি ঘরে জল ঢোকেনি। কাউকে এলাকা থেকে সরাতেও হয়নি বলে জানিয়েছেন নামখানার বিডিও রাজীব আহমেদ।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন থেকেই মুড়িগঙ্গার প্রবল ঢেউয়ে ভাঙনের মুখে এই এলাকা। সেচ দফতরের তরফে কাজও করা হয়েছে বার বার। কিন্তু গ্রামবাসীর অভিযোগ, প্রতিবারই জোড়াতালি দেওয়া কাজ হয়েছে। ফলে জলস্ফীতি হলেই বাঁধ ভেঙে যাচ্ছে। তাঁদের দাবি, বাঁধের স্থায়ী সারাই করা হোক। মঙ্গলবার থেকে ফের বাঁধ মেরামতির কাজ শুরু করেছে সেচ দফতরের কর্মীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Flooded Narayanganj Namkhana
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE