Advertisement
১৯ এপ্রিল ২০২৪

চার দিন পরে মিলল নিখোঁজ ছাত্রের দেহ

চারদিন পরে গঙ্গা থেকে মিলল নিখোঁজ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী দীপকুমার পাল (১৭)-এর দেহ। রবিবার দুপুরে শ্যানগরের কাছে আতপুরে গঙ্গার একটি ঘাটের ধারে তার দেহ ভাসতে দেখা যায়।

শোকার্ত: নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েছেন মা। ছবি: সজল চট্টোপাধ্যায়

শোকার্ত: নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েছেন মা। ছবি: সজল চট্টোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:০১
Share: Save:

চারদিন পরে গঙ্গা থেকে মিলল নিখোঁজ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী দীপকুমার পাল (১৭)-এর দেহ। রবিবার দুপুরে শ্যানগরের কাছে আতপুরে গঙ্গার একটি ঘাটের ধারে তার দেহ ভাসতে দেখা যায়। কয়েকদিন ধরে উৎকণ্ঠার প্রহর গুনছিল দীপের পরিবারের লোকেরা। এ দিন দেহ মেলার পরে কার্যত আঁধার নামে পাল পরিবারে। দীপের বাড়ি শ্যামনগরের নবপল্লিতে। সে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসত। এ মাসের গোড়ায় তার ঠাকুমা বীণা পালের মৃত্যু হয়। বৃহস্পতিবার তাঁর শ্রাদ্ধ ছিল। সেই জন্য পাল পরিবারের লোকজন নানাবাবার ঘাটে গিয়েছিলেন। শ্রাদ্ধের কাজ শুরু হওয়ার পরে দীপেরা চার ভাই এবং এক বোন গঙ্গায় স্নান করতে নামে।

কেউই সাঁতার জানত না। খেলতে খেলতে তারা গভীর জলে চলে যায়। সেই সময় গঙ্গায় ভাটা চলছিল। ভাটার টানে তারা সকলেই ভেসে যায়। গঙ্গার ঘাটে খুচরো পয়সা তোলে যে কিশোরেরা, তারা চারজনকে বাঁচালেও দীপকে তুলতে পারেনি। সে জলে তলিয়ে যায়। তারপর থেকে বিপর্যয় মোকাবিলা দফতর, পুলিশ ডুবুরি নামিয়ে স্পিডবোটে করে তল্লাশি চালাচ্ছিল। গত কয়েকদিনে দীপের কোনও খোঁজ মেলেনি। রবিবারে আর তল্লাশি চালানোর কথা ছিল না পুলিশের। কিন্তু দীপের বাবার অনুরোধে রবিবারেও তল্লাশি চালায় তারা। এ দিনই দুপুরে সন্ধানকারী দলের নজরে পড়ে ঘাটের ধারে একটি দেহ আটকে রয়েছে। দেখা যায় সেটি দীপেরই। খবর পৌঁছনো মাত্রই দীপের পরিবারের লোকেরা গঙ্গার ঘাটে পৌঁছন। তার দেহ ঘাটে নামানো মাত্র কান্নায় ভেঙে পড়েন সকলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Drowned Dead Body Youth
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE