Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Ujala

এক বছরেও মিলল না উজালার সংযোগ, ক্ষোভ

ভেবিয়া সদরপুরের গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসের সামনে বিক্ষোভে শতাধিক মানুষ সামিল হয়েছিলেন এ দিন। সাবিনা বিবি, সুজয় দাস, রাকেশ মণ্ডলরা জানান, তাঁদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়া হয়েছিল। সেই টাকাও ফেরত দেওয়া হয়নি। 

বিক্ষোভ: হাসনাবাদের গ্যাস অফিসের সামনে। নিজস্ব চিত্র।

বিক্ষোভ: হাসনাবাদের গ্যাস অফিসের সামনে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২০ ০৫:৪৯
Share: Save:

কেন্দ্র সরকারের উজালা প্রকল্পের গ্যাসের আবেদন করে এক বছর পরেও সংযোগ মেলেনি বলে অভিযোগ। মঙ্গলবার ডিস্ট্রিবিউটরের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন অনেকে।

ভেবিয়া সদরপুরের গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসের সামনে বিক্ষোভে শতাধিক মানুষ সামিল হয়েছিলেন এ দিন। সাবিনা বিবি, সুজয় দাস, রাকেশ মণ্ডলরা জানান, তাঁদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়া হয়েছিল। সেই টাকাও ফেরত দেওয়া হয়নি।

কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, বুকিং করার পাঁচ-সাত দিনের মধ্যে গ্রাহকের বাড়িতে গ্যাস পৌঁছে যাওয়ার কথা। কিন্তু গ্যাস বুকিং করার একমাস পরেও গ্যাস মিলছে না বলে জানিয়েছেন অনেকে।

ঘণ্টাখানেক বিক্ষোভ চলার পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। সদরপুর গ্যাস অফিসের এক কর্মচারী বলেন, ‘‘দীর্ঘ দিন ধরে আমাদের গ্যাসের জোগান নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার জানিয়েও লাভ হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ujala Basihat Demonstration
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE