Advertisement
২৩ এপ্রিল ২০২৪

খাবারে টিকটিকি, আতঙ্কে রোগী

মঙ্গলবার রাতে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় ক্যানিং হাসপাতালে। খাবারের থালা ছেড়ে অনেকেই গলায় আঙুল দিয়ে বমি করতে ছোটেন।

বিষাক্ত: ক্যানিং হাসপাতালের খাবারে পড়েছিল এই টিকটিকি। —নিজস্ব চিত্র

বিষাক্ত: ক্যানিং হাসপাতালের খাবারে পড়েছিল এই টিকটিকি। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ক্যানিং শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৮ ০১:৩২
Share: Save:

হাসপাতালে রোগীদের ভাত-তরকারি দেওয়া হচ্ছিল। হঠাৎ তরকারিতে ভেসে উঠল মরা টিকটিকি!

মঙ্গলবার রাতে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় ক্যানিং হাসপাতালে। খাবারের থালা ছেড়ে অনেকেই গলায় আঙুল দিয়ে বমি করতে ছোটেন। রোগীদের অভিযোগ, এমনিতেই হাসপাতালে যে খাবার দেওয়া হয়, তা মুখে তোলা যায় না। তার উপরে খাবারে মরা টিকটিকি দেখে খাওয়ার ইচ্ছাই চলে গিয়েছে। কিছু রোগীর খাওয়া হয়ে গিয়েছিল। তাঁদের কারও কারও অভিযোগ, মরা টিকটিকির কথা চেপে যেতে বলা হয়েছিল।

হাসপাতালের সুপার অর্ঘ্য চৌধুরী বলেন, ‘‘তরকারিতে টিকটিকির ঘটনা জানার পরে রোগীদের সেই খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হয়। নতুন করে আবার তরকারি রান্না করে পরিবেশন করা হয়। কোনও অসাবধানতার কারণে হয় তো এমনটা হয়েছে। তবে রোগীদের তেমন সমস্যা হয়নি। সকলে ভাল আছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’’

মীরা মণ্ডল, আসিফ শেখদের মতো কয়েকজন রোগী বলেন, ‘‘তরকারিতে মরা টিকটিকি ভাসতে দেখে আমরা প্রতিবাদ করি। খাবার দেওয়ার সময়ে আরও সতর্ক থাকা উচিত কর্তৃপক্ষের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hospital Food Poison
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE